নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা আবহেই শুরু হয়ে গেল বিহার বিধানসভা নির্বাচন। বুধবার সকাল ৭টা নাগাদ বিহারের ৭১টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। এই পর্বে প্রায় ২ কোটি ১৫ ভোটার নিজেদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে প্রায় ১ কোটি ১৩ লক্ষ ভোটার পুরুষ এবং ১ কোটি ১ লক্ষ ভোটার মহিলা। তৃতীয় লিঙ্গের ভোটার ৫৯৯ জন। প্রথম পর্বে মোট ১ হাজার ৬৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।
নির্বাচন কমিশন আগেই করোনা পরিস্থিতিতে ভোটের জন্য আলাদা করে কয়েকটি নির্দেশিকা দিয়েছিল। এদিন সকাল থেকে সেই নির্দেশিকা মেনেই ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি বুথে ভোটার সংখ্যা ১৬০০ থেকে কমিয়ে ১ হাজার করা হয়েছে। ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ দিলীপকে প্রণাম করে ‘বিরোধ মিটতে ১ মিনিট যথেষ্ট’ জানালেন সৌমিত্র
বয়স্কদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা হয়েছে। ভোটকর্মীরা মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করছেন। ভোটারদের লাইন দিতে হচ্ছে সামাজিক দূরত্ব মেনে এবং তাঁদের জন্যও মাস্ক বাধ্যতামূলক। এই নির্বাচনের জন্য ৭ লক্ষ স্যানিটাইজারের বোতল, ৪৬ লক্ষ মাস্ক, ৬ লক্ষ ৭০ হাজার ফেস শিল্ড ও ২৩ লক্ষ জোড়া গ্লাভস, ৬ লক্ষ পিপিই কিটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দুপুর ১ টা পর্যন্ত ৩৩.১১ শতাংশ ভোট পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584