মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার লোকসভা কেন্দ্রের একটি বুথের পুনঃ নির্বাচন হল নির্বিঘ্নেই। গত ১১ এপ্রিল প্রথম দফায় কোচবিহার আসনে লোকসভা ভোটের ভোট গ্রহণ হয়। ‘মকপোল ডিলিট না করেই ভোট গ্রহণ করায় এদিন কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলখুচি বিধানসভার সাধুরহাট এলাকার ১৮১ নম্বর বুথে রি-পোলিং হয়। ওই বুথে মত ভোটার ১৩৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭১৭ ও মহিলা ৬৩৫। ভোট গ্রহণের জন্য রাজ্য পুলিশের পাশাপাশি ব্যাপক কেন্দ্রীয় বাহিনী মতায়েন করা হয়।
শীতলখুঁচি বিধানসভার ১৮১ নং বুথে আজ নির্বাচন শেষে মোট ১৩৫২টি ভোটের মধ্যে ১০৭৬টি ভোট পড়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ৫৪৫ জন ও মহিলা ভোটার ৫৩০জন ভোটার ভোট দিয়েছেন।
কোচবিহার লোকসভা কেন্দ্রর বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, “এই বুথে রি-পোলিং হচ্ছে। কিছু হুমকি ভয় দেখানোর চেষ্টা হলেও মানুষ ভোট দিতে পারছেন। দেখবেন এখানে রাজ্যের শাসক দল একশোর গণ্ডি পার করতে পারবে না। আমরা ২৯৭ টি বুথে রি-পোলের দাবি করেছিলাম। আমাদের ভোট দিতে হবে, এমনটা নয়। মানুষ তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। তার জন্য। সময় এখনো রয়েছে। দেখা যাক কি হয়।” তৃনমূল কংগ্রেসের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী বলেন, “আমরা এই কেন্দ্রে জয়ী হচ্ছি তা একশো শতাংশ নিশ্চিত। আজকের ভোটও শান্তিপূর্ণ হচ্ছে।
আরও পড়ুনঃ এক বুথের পুন নির্বাচনে হাজির পরেশ-নিশীথ
কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক কৌশিক সাহা জানিয়েছেন, “ভোট শান্তি পূর্ণ ভাবে হয়েছে। মোট ১৩৫২টি ভোটের মধ্যে ১০৭৬টি ভোট পড়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ৫৪৫ জন ও মহিলা ভোটার ৫৩০জন ভোটার ভোট দিয়েছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584