কালনা ২ নম্বর ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন শান্তিপূর্ণভাবে

0
155

শ্যামল রায়,কালনাঃ

শনিবার কালনা ২ নম্বর ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ভোট গঠন করল।দুটি পঞ্চায়েতের নাম পিনডিরা গ্রাম পঞ্চায়েত ও বাদলা গ্রাম পঞ্চায়েত।এই গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করার সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রণব রায় এবং বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু ও বাদলা অঞ্চলের পর্যবেক্ষক ছিলেন রুপা চৌধুরী ও চেয়ারম্যান নিমাই রায়।পিনডিরা গ্রাম পঞ্চায়েতের পক্ষে উপস্থিত ছিলেন পর্যবেক্ষক সুদীপ মন্ডল ও চেয়ারপার্সন ইন্দ্রজিৎ ঘোষাল সহ অনেকে।

নিজস্ব চিত্র

বাদলা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠের শেষে প্রধান নির্বাচিত হয়েছেন গীতশ্রী গোস্বামী।উপপ্রধান হয়েছেন বাবলু হাঁসদা।
এছাড়াও পিনডিরা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করার পর প্রধান নির্বাচিত হয়েছেন অঞ্জনা মন্ডল। এছাড়াও উপপ্রধান হয়েছেন সুকুমার বাগ ।
নবনির্বাচিত প্রধান উপপ্রধান এলাকার মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে জানিয়ে দিয়েছেন যে গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট পর্যাপ্ত পানীয় জলসহ পর্যাপ্ত উন্নয়নমুখী কাজ হয়েছে আগামী দিন যদি কোন কিছু কাজ বাকি থাকে এলাকার মানুষের সাথে কথা বলে দ্রুত কাজগুলো করবেন এবং আগামী দিন কর্মসংস্থানমুখী কাজের উদ্যোগ তারা গ্রহণ করবেন বলে জানিয়ে দিয়েছেন নতুন পঞ্চায়েত গঠনে সাথে সাথে।দুটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত বোর্ড তৃণমূল গঠন করার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রণব রায় জানিয়ে দিয়েছেন যে পঞ্চায়েতে যারা দায়িত্ব পালনের মধ্য দিয়ে কাজ করবেন তারা যেন স্বচ্ছতা বজায় রেখে এলাকার মানুষের জন্য কাজ করেন এবং মানুষের পাশে থাকেন এই অনুরোধ রাখেন তিনি।

নিজস্ব চিত্র

জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়ে দিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যাপক কর্মযজ্ঞ চলছে সারা রাজ্য জুড়ে সেইসাথে পূর্ব বর্ধমান জেলাতেও ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে আমাদের এই সকল গ্রাম পঞ্চায়েত ও প্রচুর কাজ হয়েছে আগামী দিন আরো আরো বেশি করে জনসেবা করার কাজে আমাদের নিয়োজিত থাকতে হবে এবং উন্নয়নমুখী কাজে নিজেদেরকে যুক্ত রাখতে হবে।এই কয়দিনে কালনা ২ নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছয়টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল বোর্ড গঠন করে ফেলল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here