নেতানিয়াহুর ছেলের ফোনে পেগাসাস নজরদারি! চাপে পড়ে তদন্তের নির্দেশ বেনেট সরকারের

0
66

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র পুত্র এবং তাঁর ঘনিষ্ঠ মহলে বেশ কয়েকজনের ফোনে মিলেছে পেগাসাস স্পাইওয়্যার-এর মাধ্যমে নজরদারি চালানোর প্রমাণ, ইজরায়েলের সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট-এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এই বিস্ফোরক তথ্য। অভিযোগের তির ইজরায়েল পুলিশের দিকে।

Spyware on Benjamin Netanyahu's son
নেতানিয়াহুর ছেলের ফোনে পেগাসাস নজরদারি, ছবিঃ দ্য হিন্দু

‘Calcalist’-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুধু যে প্রাক্তন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলে এভনের নেতানিয়াহুর মোবাইল ফোনেই পেগাসাসের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে এমনটা নয়। ইজরায়েলের বহু সরকারি আধিকারিক, শিল্পপতি, সাংবাদিক ও প্রাক্তন প্রধানমন্ত্রীর নিকটজনদের উপরও চলছিল নজরদারি। এবং এই নজরদারি চালাচ্ছিল ইজরায়েলি পুলিশ। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরুদ্ধে তদন্ত চলছে। কিন্তু পেগাসাসের মাধ্যমে আদালতের নির্দেশ ছাড়াই বেআইনিভাবে অনেকের উপর নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ ‘Calcalist’। চাপের মুখে পড়ে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছে নাফতালি বেনেট সরকার।

আরও পড়ুনঃ পিএম কেয়ার্স ফান্ড থেকে করোনা মোকাবিলায় খরচের চাঞ্চল্যকর তথ্য এনডিটিভি-র রিপোর্টে

উল্লেখ্য, ইজরায়েলি সংস্থা ‘NSO Group’-এর তৈরি একটি অত্যাধুনিক স্পাইওয়্যার হল পেগাসাস। এর মাধ্যমে ফোন, হোয়াটসঅ্যাপ, অ্যানালগাস কল, মেসেজ এমনকি ফোন ক্যামেরাতেও নজরদারি চালানো যায় এবং সবটাই হয় ফোন মালিকের অজান্তে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে এই পেগাসাস নিয়ে তোলপাড় চলছে বেশ কিছুদিন ধরেই।

আরও পড়ুনঃ করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে অচলাবস্থা জারি কানাডার রাজধানী শহর অটোয়ায়

এমনকি মোদি সরকারের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে এনএসও গ্রুপের তৈরি এই স্পাইওয়্যার কেনার এবং বিরোধী শিবিরের বহু মানুষের ওপর নজরদারি চালানোর। তার মধ্যে রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আদালতের বিচারপতিরা, বহু আমলা এমনকি সাংবাদিকরাও। পেগাসাস বিষয়ে সরকার কতটা জড়িত সে বিষয়টি এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here