নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বাঘের আতঙ্কে রাত জেগে পাহাড়া দিলেন রায়গঞ্জের শ্যামপুর গ্রামের বাসিন্দারা। করোনা আতঙ্কের মাঝেই বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। সোমবার রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ রায়গঞ্জের ৯নং গৌরি গ্রাম পঞ্চায়েতের কন্টেনমেন্ট জোন শ্যামপুর গ্রামের ঘটনা।
স্থানীয়দের দাবি, এদিন শ্যামপুর হাটখোলা সংলগ্ন ক্যানেল কলোনী এলাকায় ভুট্টাক্ষেতে বাঘ দেখতে পাওয়া যায় বলে খবর। মশাল জ্বালিয়ে তাড়া করলে বাঘটি এলাকার একটি বাঁশঝাড়ে আশ্রয় নেয়। এরপর স্থানীয়দের তাড়া খেয়ে সেটি এ্যালেঙ্গা গ্রামের দিকে ছুটে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর।
আরও পড়ুনঃ প্রতি বাড়িতে চলছে স্বাস্থ্য পরীক্ষা, বহিরাগত এলে লাগানো হচ্ছে পোষ্টার
স্থানীয় বাসিন্দারা চিতাবাঘ দেখেছেন বলে দাবি করলেও সেটি আদতে বাঘ না কি অন্যকোনো প্রাণী তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বন দফতর। রাতের বেলায় বাঘরোল, বন বেড়াল জাতীয় প্রাণীর চোখও জ্বল জ্বল করে। তাই ওই প্রানীটি আসলে বাঘ না হয়ে অন্যকোনো প্রাণীও হতে পারে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে। তবে রাতে আর নতুন করে প্রানীটির দেখা মেলেনি। যদিও বিষয়টির উপরে লক্ষ্য রাখা হচ্ছে বলে ডিএফও সোমনাথ সরকার জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584