মোমবাতি কেনার উৎসাহে করোনা প্রতিরোধে নির্দেশিত সামাজিক দূরত্ব-ই উপেক্ষিত

0
65

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

এই মহামারী নোভেল করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই জারি রয়েছে গোটা দেশেই লকডাউন, তার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর ঐক্যের বার্তা দিতে ৫ এপ্রিল রবিবার রাত ন’টার সময় সকল দেশবাসীকে ৯ মিনিট ঘরে বাতি নিভিয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের টর্চ জ্বালানোর আহ্বান জানান।

candle shop | newsfront.co
নিজস্ব চিত্র

প্রধানমন্ত্রীর এই আহ্বান ঘিরে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে বিতর্কের। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, পরিযায়ী শ্রমিকদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে মানুষকে আবেগে ভাসিয়ে রাখার অপচেষ্টা বলে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

buyer | newsfront.co
ক্রেতা। নিজস্ব চিত্র

জাতীয় কংগ্রেসের সংসদীয় নেতা অধীর চৌধুরী সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করোনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। কিন্তু বিরোধিতা সত্ত্বেও বাতি জ্বালানো ঘিরে উৎসাহের অন্ত নেই একদল মানুষের। তার দৃশ্য দেখা গেলো তমলুকে।

লক ডাউন ভেঙে সামাজিক দূরত্বকে থোড়াই কেয়ার করে তমলুক বড় বাজারে প্রদীপ ও মোমবাতি কিনতে বেশ ভীড়। এই ভীড় যে আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্দেশিত করোনা রোখার গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক দূরত্বকে উপেক্ষা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here