শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেও স্বপার্জিত রোজগার বন্ধ, বিপাকে রায়গঞ্জের দু’ভাই

0
37

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও হার মানেননি তারা। রায়গঞ্জের দেবীনগরের দুই ভাই হাবল দত্ত ও বাবল দত্ত। প্রায় দৃষ্টিহীন দুই ভাই গান ও তবলা শিখিয়ে সংসার চালান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছে গান ও তবলার ক্লাসও। বাড়িতে রয়েছেন অসুস্থ দিদি। মাস গেলে আয় বলতে দুই হাজার টাকা প্রতিবন্ধী ভাতা। হাতে জমানো টাকাও প্রায় শেষ।

Artists | newsfront.co
দুই ভাই। নিজস্ব চিত্র

এই অবস্থায় স্ত্রী-সন্তান ও অসুস্থ দিদিকে নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাদের। একদিকে শারীরিক প্রতিবন্ধকতা, অন্যদিকে করোনার ফলে সামাজিক দূরত্ব। এই জোড়া প্যাঁচে বিপাকে পড়েছেন দু’ভাই। এদিকে মার্চ মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে টিউশন। প্রতিবন্ধী ভাতায় সংসার চালানো কোনওভাবেই সম্ভব নয়, তা বুঝতে পেরেও কিছু করতে পারছেন না তারা।

আরও পড়ুনঃ দুমাসের শিশু সন্তানকে তিন হাজার টাকায় বিক্রি করল বাবা মা

তবলা প্রশিক্ষক হাবল দত্ত জানান, “লকডাউনের জেরে তবলার প্রশিক্ষণ বন্ধ। বাড়িতে কেউ আসছে না, বাইরেও বেরোতে পারছি না। পরিবারের সাতজনের খাবার জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে।” অন্য ভাই বাবল দত্ত বলেন, “প্রায় ৪০ বছর ধরে গান শিখিয়ে আসছি। আমারও অবস্থা সঙ্গীন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here