বাগডোগরা বিমানবন্দরে ট্যাক্সি ধর্মঘটের জেরে বিপাকে যাত্রীরা

0
96

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

বাগডোগরা বিমানবন্দরে ট্যাক্সি ধর্মঘট। যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। ট্যাক্স মুকুব সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন সকাল থেকেই বাগডোগরা অল ট্যাক্সি ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশন ধর্মঘট করেন।

Bagdogra airport | newsfront.co
নিজস্ব চিত্র

তবে সরকারের পক্ষ থেকে এনবিএসটিসির দুটি বাস চালানো হচ্ছে। পরিস্থিতিকে সামাল দিতে ওই দুটি বাস বিমানবন্দর থেকে শিলিগুড়ি পর্যন্ত পরিষেবা দেবে।

Taxi Strike | newsfront.co
ধর্মঘটের ডাক ৷ নিজস্ব চিত্র

এই বিষয়ে অল ট্যাক্সি ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশনের পঙ্কজ ঘোষ বলেন যে, “গত ১২ তারিখে অল ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধর্মঘট ডাকা হয়। এরপর প্রশাসনের তরফ থেকে আশা দেওয়া হয় যে, আমাদের সমস্যার সমাধান করা হবে। এরপর গত ১৪ জানুয়ারি পর্যটনমন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠক হয়। পর্যটনমন্ত্রীও আশ্বাস দেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কোন কিছুই হয়নি।

এরপর ২৫ তারিখ প্রিন্সিপল সেক্রেটারি তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে যে উত্তরবঙ্গে গাড়ি চলাফেরা করলে যাতে পুলিশ ফাইন না করেন। এইটাতো আমাদের স্থায়ী সমাধান হল না। তাহলে আমরা কার উপর আস্থা রাখবো? তার জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করছি। এবং আমাদের দাবি ট্যাক্স মুকুব,ভাড়া বৃদ্ধি করতে হবে। আর যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এরপর আমরা ভুখা হরতালে যাব।

আরও পড়ুনঃ চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি, বিক্ষোভ প্রদর্শন জলঙ্গীতে

এমনকি বাচ্চাকাচ্চাদের নিয়ে রাস্তায় বসতে হবে, এমনিই চলছে না আমাদের, আর আমরাতো সাহায্য চাইছি না আমরা বলছি যে ছয় মাস আমাদের গাড়ি চলেনি সেই সময়ের ট্যাক্স দেব না এবং অক্টোবর থেকে ট্যাক্স দেব। যেহেতু আগের ট্যাক্স দেওয়া হয়নি তাই এখন ট্যাক্স দেওয়া যাচ্ছে না। আর উত্তররাখন্ডে ও কেরলে ট্যাক্স মুকুব করে দিয়েছে পর্যটনের জন্য আমাদের সরকার কেন করছে না?”

অন্যদিকে ভরা পর্যটন মরসুমে ট্যাক্সি ধর্মঘটে অনেকটাই পর্যটনে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here