নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মালদহে এবার লোকালয়ে গঙ্গার প্রবল ভাঙনে তলিয়ে গিয়েছে ৩০টিরও বেশি বাড়ি। বেশকিছু দিন থেকেই জেলার বৈষ্ণবনগরের পার চক বাহাদুরপুরে ও হোসেনপুরে গঙ্গার ভাঙন শুরু হয়েছে। গত দু’দিন ধরে প্রচন্ড ভাঙন শুরু হয়েছে। বেশ কয়েক বিঘা জমি সহ প্রায় ৩০টি বাড়ি তলিয়ে গিয়েছে।
ওই গ্রামের অন্যান্য বাড়ি ভেঙে সরিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। গঙ্গার তান্ডবে প্রায় সারারাত জেগেই কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। শনিবার প্রায় ৭০০ মিটারেরও বেশি জমি ভাঙনের কবলে পড়ে গঙ্গার গর্ভে বিলীন হয়ে গিয়েছে। গ্রামের একটি ২০০মিটারের পাকা রাস্তাও গঙ্গা গর্ভে চলে গিয়েছে। একটি উপস্বাস্থ্যকেন্দ্র ও একটি বহু প্রাচীন মন্দির গঙ্গায় ঝুলে রয়েছে। আজ-কালের মধ্যেই সেই মন্দির ও উপস্বাস্থ্যকেন্দ্রটিও নদী গর্ভে তলিয়ে যাবে বলে এলাকাবাসীরা আশঙ্কা করছেন।
আরও পড়ুনঃ চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ পরিবারের
ক্রমাগত ভাঙন পার চক বাহাদুরপুর, কুলিদিয়ারা ও হোসেনপুর এলাকার বাসিন্দাদের আতঙ্কিত করে তুলেছে। বেশকয়েকটি পাকা বাড়ি ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাবাসীরা জানান, কুলিদিয়ারা গ্রামটির বেশিরভাগ অংশই গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে। গঙ্গা রুদ্র মূর্তি ধারণ করেছে। একের পর এক বাড়িঘর, রাস্তাঘাট সমস্ত তলিয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে। কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও গৌতম দত্ত বলেন, ‘পার চক বাহাদুরপুর এলাকার কুলিদিয়ারা এলাকাতেই শুক্রবার রাত থেকে বেশি ভয়ানক হয়ে উঠেছে গঙ্গার ভাঙন।
বেশকিছু বাড়িঘর তলিয়ে গিয়েছে। ওই এলাকায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাঙন পীড়িতদের থাকবার ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত মানুষের বাড়িঘর গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে, তাঁদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁরা ঘর তৈরি করবার টাকা পাবেন। যথাসাধ্য ত্রাণের ব্যবস্থাও করা হয়েছে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584