নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
লকডাউনে সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে ফালাকাটা ব্লকের জটেশ্বরের দোকান, বাজারগুলি। নিয়ম মানছেন না অনেক ক্রেতা-বিক্রেতারাও। সোমবারও একই ছবি দেখা গেল জটেশ্বরের বিভিন্ন প্রান্তে।
ডুর্য়াসের অন্যতম জমজমাট বাজার গুলিতে লকডাউনের প্রভাব পড়লেও অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিধি। পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সামাজিক দূরত্বের কথা বেমালুম ভুলে কেনা কাটার প্রতিযোগিতায় ব্যস্ত অধিকাংশ মানুষ। ব্যতিক্রম দৃশ্যও লক্ষ্য করা যায়।
আরও পড়ুনঃ লকডাউনে বেপরোয়া বাইক বাহিনীদের সতর্ক পুলিশের
তবে প্রশাসনের নির্দেশ মেনে বেলা ১১ টার মধ্যেই বাজার গুলি শেষ হয়ে যায়। একই চিত্র দেখা যায় জটেশ্বরের বিভিন্ন সি এস পি গুলিতেও, টাকা তোলার জন্য গা ঘেষাঘেষি করে দাঁড়িয়ে আছেন অনেকেই। সমাজ সচেতন ব্যক্তিদের অভিযোগ, নিয়ম না মেনে বাজারে দিব্যিই কেনা-বেচা চলছে জটেশ্বরে।
অনেক অপ্রয়োজনীয় দোকান মূলত পান, স্টেশনারি, সাইকেল সহ সমস্ত দোকানই প্রায় খোলা হচ্ছে রোজ। এদিকে রাস্তায় টোটো, মোটর সাইকেলও ছিল অনেক। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বিপদ ঘনিয়ে আসতে পারে বলে অনেকেই মনে করেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584