নববর্ষের দিনেও খাঁচায় বন্দি বাঙালী

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই শুরু হবে বাঙলার তথা বাঙালীর নতুন বছরের দিন গোনা। নববর্ষ। আর সেই নতুন বছর শুরু হতে চলেছে মৃত্যুভয় ও একরাশ আতঙ্ক সঙ্গে নিয়ে। অন্য বছরগুলোতে মানুষ এইসময় দোকানে দোকানে ভিড় জমায়। কিন্তু এইবার ঠিক উল্টোটা ঘটছে।

Poila Boisakh | newsfront.co
ছবিঃপূর্ণেন্দু দাস

মানুষের দিন কাটছে চার দেওয়ালের মধ্যে। কারণ বাইরে ওত পেতে আছে মরণ বিভীষিকা। বদলে গেছে মানুষের আলোচ্য বিষয় গুলোও। যেসময় মানুষের আলোচ্য বিষয়ের কেন্দ্রবিন্দুতে থাকে ‘নববর্ষের নিউ ফ্যাশন ট্রেন্ড’ এবার সেখানে জায়গা করে নিয়েছে করোনা। সবার মুখে শুধু একটাই নাম।

আরও পড়ুনঃ বিহারে চাষীদের রাস্তা অবরোধ

দালানে একসঙ্গে বসে কোন দোকানে কি সেল চলছে তা নিয়ে গল্পগুজব করার জায়গায় বাঙালীর দিন কাটছে বন্দি খাঁচায়। লকডাউন আরও দু সপ্তাহ বাড়িয়ে দেওয়ায়, বছরের প্রথম দিনেও বাঙালিকে সেই খাঁচাতেই থাকতে হবে।

“খাঁচার পাখি বলে–হায়,/মোর শকতি নাহি উড়িবার।” এই বুলিই গেয়ে চলেছে গৃহবন্দি বাঙালী বিগত বেশ কদিন ধরে। ইশ, ভাগ্যের কি পরিহাস।আর এই দুষ্কর পরিস্থিতির কারণে লাটে উঠেছে বাংলার তাঁত শিল্পও। ‌যার খ্যাতি জগৎজোড়া।

কিন্তু এবার ‘নববর্ষ স্পেশাল অডার’ নেই তাঁত শিল্পীদের কাছে। যা ছিল তাও একের পর এক বাতিল হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে বুনান। যার প্রভাব পড়ছে তাঁত শিল্পীদের হাড়িতেও। তেমনি তাড়া করে বেড়াচ্ছে ঋণের বোঝাও। সবমিলিয়ে অবস্থা বেশ শোচনীয়।

সেই উৎসব উৎসব ভাবটাই কোথায় যেন হারিয়ে গেছে। বাইরের থমথমে পরিবেশ দেখে মনে হচ্ছে কালো গোলাপ ফুটেছে।এক কথায় বলা এই করোনা দেশের অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি, সমাজ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবের ওপর নিজের আধিপত্য বিস্তার করেছে।

বলাবাহুল্য কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক পর্যন্ত দেশের অর্থনীতির ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করে। কারণ এই করোনার কুনজর থেকে রেহাই পাবেনা কোন সেন্টার, মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। এই প্রথমবার ভারতীয় রাজনীতিতে একের বিরুদ্ধে অনেককে লড়তে দেখা যাচ্ছে। নেই কোন বিরোধী পক্ষও। কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়ছে বাকি রাজনৈতিক দলগুলো।

গতবারের এনআরএস কান্ডে তোলপাড় হয়ে যাওয়া বাংলায় লাল গোলাপ ফুটেছে। কারণ এই যুদ্ধে তারাই সৈনিক। তারাই ভগবান। বাঁচা – মরা এখন তাদের হাতেই। কারণ তথাকথিত ভগবানও সামাজিক দূরত্ব বজায় রেখেছে তার শিষ্যদের থেকে। তালা ঝুলছে মন্দির – মসজিদ – গির্জায়।

কিন্তু এমবস্থায় আমাদেরও সতর্ক থাকতে হবে। তথকথিত ভগবানের অনুপস্থিতে যেন আবার কুসংস্কার আঁকড়ে না ধরে। তাহলে এই লড়াইটা অনেকটা ফিকে হয়ে যাবে। মনে রাখতে হবে নববর্ষ প্রতি বছর আসে, জীবনটা নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here