নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বিয়ে বাড়ি হোক, কিম্বা জন্মদিন, অন্নপ্রাশন, তাদের তোলা সুরে অনুষ্ঠান বাড়ি হয়ে উঠে প্রাণবন্ত। সেই ব্যান্ডপার্টির দল আজ লকডাউনের ফলে দিশেহারা। ফাল্গুন মাসে শেষ কাজ, তারপর থেকে শুরু লকডাউন। অগ্রিম বুকিংও হয়েছে।
এখন বুকিংয়ের টাকা ফেরত পেতে তাদের দুয়ারে হানা দিচ্ছেন অনুষ্ঠান বাড়ির মানুষজন। হঠাৎ করে কর্মহীন হয়ে পড়ায় রুজিরুটিতে টান পড়েছে। প্রায় অর্ধাহারে দিন কাটাচ্ছেন এই পেশার সঙ্গে যুক্ত রায়গঞ্জ শহরের শতাধিক পরিবার। রায়গঞ্জ শহরের ব্যান্ডপার্টি দলের একটা বড় অংশ বসবাস করে থাকেন নট্টপাড়া এলাকায়।
আরও পড়ুনঃ সাইকেলে ৫০০ কিমি পাড়ি, ফিরছেন ১০ শ্রমিক
নট্টপাড়া এলাকাটি ঢুলিপাড়া নামে খ্যাত। নট্টপাড়ার ব্যান্ডপার্টি দলের এক সদস্য জানান, আমাদের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। দলে বাদক রয়েছেন কমপক্ষে ৫০ জন। তাদের সংসার চলে এই বাজনার কাজ থেকেই। অনেক অনুষ্ঠান বাড়ির কাজ ধরা ছিল, এখন সবগুলো বুকিং বাতিল হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584