নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চলছে লকডাউন। এবার বাড়তি সতর্কতার জন্য গ্রামে ঢোকার রাস্তা বাঁশ দিয়ে ঘিরে পোস্টার লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের বামনগোলায়।
বামনগোলার তেঁতুলমোড়া এলাকায় ঢোকার মুখে রাস্তায় পোস্টার সেঁটে বাঁশ দিয়ে ব্যারিকেড দিলেন এলাকার বাসিন্দারা। তেঁতুলমোড়া গ্রামে ঢোকার রাস্তায় অবরোধকারীরা মুখে মাস্ক দিয়ে বসেছিলেন। প্রশ্নের উত্তরে নিজেদের বিষয়ে অবশ্য কিছু বলতে চাননি তাঁরা।
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে এবার পুলিশ পরিবার
শুধু জানান, এলাকার সকল মানুষের সুস্থ, নিরাপদ ও ভালো থাকার জন্যই তাঁরা পথে নামতে বাধ্য হয়েছেন। কারণ, এই লকডাউনের মধ্যেও তাঁদের গ্রামে চার চাকার গাড়ি করে আসছেন বাইরের অনেক লোকজন। বাধ্য হয়ে তাঁরা গ্রামে ঢোকার মুখে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছেন। তবে লক্ষ্য রাখছেন পরিচিত মানুষজন এবং বাসিন্দাদের চলাফেরায় যাতে কোনো অসুবিধা না হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584