বাড়ছে সংক্রমণ, তবু স্বাস্থ্য বিধিকে তোয়াক্কা না করেই ঘোরাফেরা

0
31

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে যখন একদিনে ৩ জন পরিযায়ী শ্রমিকের করোনা সংক্রমণ ধরা পড়েছে, তখন সচেতনতার অভাবে অনেকেই বিনা মাস্ক এবং সামাজিক দূরত্ব না মেনে ঘুরে বেড়াচ্ছেন। এমনই চিত্র শুক্রবার ধরা পড়ল এলাকায়। এই নিয়ে জনগণের একাংশের কাছে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হলে কার্যত সংবাদ মাধ্যমকে হুমকির মুখে পড়তে হয়।

Locals | newsfront.co
নিজস্ব চিত্র

এখানেই শেষ নয়, দুর্ব্যবহার করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে। করোনা মহামারীর সময়ে ডাক্তার নার্স, পুলিশদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সংবাদ মাধ্যম। সাংবাদিকদের প্রতি এই দুর্ব্যবহার প্রশ্নের মুখে ফেলছে।

আরও পড়ুনঃ মালদহে করোনা আক্রান্ত নার্স

এদিকে ফের মহিষাদলে মিললো করোনা আক্রান্তের হদিশ। এক মাস আগে মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুরে এক ব্যক্তির করোনা পজেটিভ মিলেছিল। এবার মহিষাদল থানার গোপালপুর, ঘাগরা এবং বাবুরহাট এই তিন গ্রামে তিন ব্যক্তির শরীরে মিলেছে করোনার সংক্রমণ। আক্রান্ত তিনজনকে পাঁশকুড়ার বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আক্রান্ত ৩ জনই পরিযায়ী শ্রমিক বলে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানান। মহিষাদলের বাসিন্দাদের দাবি, বাইরে থেকে শহরে দল বেঁধে আসা পরিযায়ী শ্রমিকদের নিয়ে ব্লক ও জেলা প্রশাসন সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করুক। এক কথায় বলা যেতে পারে, সরকার থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ থাকলেও কার্যত সেই বার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে অমান্য করেছে সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here