চালু হল মেট্রো পরিষেবা, কোভিড বিধি শিকেয় তুলে যাতায়াত যাত্রীদের

0
53

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

করোনা পরিস্থিতির জেরে রাজ্যজুড়ে জারি ছিল বেশ কিছু বিধিনিষেধ। গত বুধবারই কিছু বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করে রাজ্য সরকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালু করার কথাও জানায় সরকার।

Kolkata Metro
সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

দীর্ঘ ৬১ দিন পর এক গুচ্ছ শর্তের ভিত্তিতেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে আজ, শুক্রবার থেকে জনসাধারণের জন্য ফের পরিষেবা দেওয়া শুরু করলো কলকাতা মেট্রো। এতদিন পর্যন্ত জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত এমন যাত্রীদের জন্য শুধুমাত্র মেট্রো পরিষেবা চালু ছিল। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত যাত্রীরা এই পরিষেবা পাবেন। মোট ৯৬ জোড়া ট্রেন চলবে। সবই তো হল। কিন্তু যাত্রীরা কি সরকারের নির্দেশ মতো কোভিড বিধি মেনে মেট্রোতে যাতায়াত করছেন? উঠছে প্রশ্ন।

মেট্রো রেল কর্তৃপক্ষ আসন নিয়ন্ত্রণ করেছেন বটে, তবে বাস্তবে দেখা গেল একেবারেই উল্টো চিত্র। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ‘ক্রস’ চিহ্ন দেওয়া আসনেও বসে গেলেন যাত্রীরা। করোনা আবহে যেখানে আসনে ৪ জন করে বসার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে বসে পড়লেন ৭ জন। শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব। একেবারেই প্রান্তিক স্টেশনেই দেখা গেল এই চিত্র।

আরও পড়ুনঃ ২৩ জুলাই হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশ, রেজাল্ট জানবেন কী করে?

তবে সাধারণ মানুষের বক্তব্য মেট্রো চালু হতে অনেকটা সুবিধা হয়েছে। তার কারণ লোকাল ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হচ্ছিল যাতায়াত করতে। কিন্তু মেট্রো পরিষেবা চালু হতে কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছে যাওয়া যাবে।  তাছাড়া শনি ও রবিবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তারা স্টাফ স্পেশাল মেট্রো চালাবে।

আরও পড়ুনঃ রাজ্যের আবেদনে সাড়া রেলের, স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবে জয়েন্ট পরিক্ষার্থীরা

মেট্রো সূত্রে খবর, আজ, শুক্রবার থেকে প্রতিদিন ১৯২ টি মেট্রো চলবে। দিনে ১ লক্ষ ২৫ হাজার যাত্রী বহনের লক্ষ্যমাত্রা রয়েছে। গড়ে ৬০০ জন করে যাত্রী বহন করা হবে। আপাতত স্মার্ট কার্ডের মাধ্যমে যাতায়াত করা হবে। শনি ও রবিবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বন্ধ থাকবে পরিষেবা। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তারা স্টাফ স্পেশাল মেট্রো চালাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here