স্বাস্থ্যবিধি ভেঙে শিবের মাথায় জল ঢালতে ভিড় মেদিনীপুরে

0
38

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে আচার-অনুষ্ঠান সহ বিভিন্ন পূজা-পার্বণ সংকীর্ণ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য বিধি অনুযায়ী ৷

pilgrims | newsfront.co
উদ্দীপনা ৷ নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সরকারি আধিকারিক সহ ২ হাজারেরও বেশি ব্যক্তি করোনায় আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে ২১ জনের। সেইসব এর উপর কোনরকম দৃষ্টিপাত না করে স্বাস্থ্য বিধিকে শিকেয় তুলে লাউড স্পিকারে ডিজে গান বাজিয়ে দলে দলে ভক্তেরা যোগ দিলেন শিবের মাথায় জল ঢালতে ।

pilgrim | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দুর্নীতির অভিযোগে ফরেস্ট গার্ড কে ঘিরে বিক্ষোভ মেদিনীপুরে

সোমবার নারায়ণগড় থানার পোক্তাপোল এলাকায় কেলেঘাই নদীর জল তুলে দীর্ঘ ১০ কিলোমিটার দূরে কাশিপুরের মা মনসা গ্রামের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গেছেন প্রায় দুই শতাধিক গ্রামবাসী। কোনোরকম স্বাস্থ্য সচেতনতা ছাড়াই লাউডস্পিকারে ডিজে বাজিয়ে নাচতে নাচতে চলতে থাকে ভক্তদের এই পথচলা।

মাত্র কয়েক কিলোমিটার দূরে সোমবার এক করোনা রোগীর মৃত্যু সত্বেও টনক নড়েনি গ্রামবাসীদের। বরং এই জল ঢালাকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে সকল ভক্তদের মধ্যে ৷ করোনা মহামারি কে দূরে সরিয়ে এক অন্যরকম উৎসাহ দেখা গেল সকল ভক্তদের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here