ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া, এই অভিযোগ ভিত্তিহীন আদালতে দাবি রাজ্যের

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আদালতে একাধিকবার দাবি তুলেছেন যে, ভোটের ৮-৯ মাস পরেও বহু বিজেপি কর্মী শাসক দলের ভয়ে এখনো বাড়ি ছাড়া। মঙ্গলবার আদালতে এই মামলার শুনানিতে একই দাবি করেন তিনি, রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

Calcutta HC

শুনানিতে বিচারপতি বলেন যারা এখনও বাড়ি ফিরতে পারেননি তাদের যাবতীয় তথ্য পেশ করতে। রাজ্যের তরফে রিপোর্ট পেশ করে এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাজ্যের তরফে রিপোর্ট পেশ করে আদালতে জানান, ঘরছাড়াদের তালিকায় ২৪৩ জনের নাম ছিল। এদের মধ্যে ৯ জন দুবার একই অভিযোগ করেছেন। ১১৭ জন বাড়ি ফিরে গিয়েছেন। ২২ জন ভুল ফোন নম্বর দেওয়ায় তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি। ৮৬ জন বাড়ি ফিরতে চাননি। একজন মারা গিয়েছেন। কিন্তু একথা মানতে নারাজ প্রিয়াঙ্কা, তাঁর দাবি সকলকে আদালতে হাজির করার নির্দেশ দিক আদালত এবং সবাইকে নিয়ে আসার খরচ বহন করবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ “রাজ্যের আধিকারিকরা জানেন না রাজভবন কি করতে পারে”, হুঁশিয়ারি রাজ্যপাল ধনখড়ের

প্রধান বিচারপতি জানান, কোভিডের সময় দুই শতাধিক মানুষকে আদালতে আনা সম্ভব নয়, তাই ঘরছাড়াদের হলফনামা দেওয়ার নির্দেশ দেন তিনি। হলফনামায় সমস্যার কথা জানাতে বলেন প্রধান বিচারপতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here