নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক চন্দ্রকোনায়। এলাকাবাসীর দাবি শুক্রবার রাত্রে চন্দ্রকোনা টাউন থানার রামগঞ্জ এলাকায় দেখতে পাওয়া যায় বড় জন্তুটিকে। চন্দ্রকোনার রামগঞ্জে একটি কুকুরও ওই জন্তুর দারা আহত হয়েছে বলেও এলাকাবাসীর দাবি।

শনিবার সকালে রামগঞ্জ গ্রামের বিভিন্ন চাষের জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। করোনা ভাইরাস আতঙ্কের মাঝে অজানা জন্তুর আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের অনুমান অজানা জন্তুটি বাঘ হতে পারে, যে ভাবে ওই অজানা জন্তুটি এলাকায় ঘোরাফেরা করছে তাতে এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

গ্রামবাসীরা বিষয়টি বনদফতরকে জানায়।এলাকার অনেকে আবার বলছেন জন্তুটি বড় ভোঁদড় বা বাঘও হতে পারে। খবর পেয়ে সুলতাননগর বিটের বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ বকেয়া বেতন মেটানোর দাবিতে আন্দোলন শ্রমিকদের

সেই সঙ্গে ওই অজানা জন্তুটি কি তা জানার জন্য পায়ের ছাপ গুলির ছবি তুলে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। সেই সঙ্গে বনদফতরের পক্ষ থেকে ওই এলাকায় নজর দারির কাজ শুরু করা হয়েছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584