করোনা আক্রান্ত ‘শাহেনশা’র সপরিবার সুস্থতা কামনায় ‘মৃত্যুঞ্জয়’ যজ্ঞ শুরু কলকাতায়

0
38

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

একে একে বলিউড সেলিব্রিটির ঘরে থাবা বসানোর পর করোনা এবার হানা দিয়েছে বলিউড শাহেনশা খোদ বচ্চন পরিবারে। শনিবার রাতে পজিটিভ রিপোর্ট জানা গিয়েছে অমিতাভ বচ্চন ও তার পুত্র অভিষেক বচ্চনের। রবিবার রিপোর্ট পজিটিভ এসেছে পূত্রবধূ ঐশ্বর্যা ও ছোট্ট নাতনি আরাধ্যারও। বিগবি ও অভিষেক বচ্চন ভর্তি রয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে।শাহেনশার করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন শহর কলকাতা। শুরু হয়েছে অমিতাভের আরোগ্য কামনায় পুজোপাঠ সহ মৃত্যুঞ্জয় যজ্ঞ।

Prayer | newsfront.co

শনিবার রাতে নিজেই টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অমিতাভ বচ্চন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্স উপচে পড়তে থাকে। বলিউডের পাশাপাশি কলকাতায় বসে টলিউডের সুপার স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার।’ অভিনেতা জিৎও জানিয়েছেন, বিগবি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। নায়ক তথা সাংসদ দেবও লিখেছেন, ‘আমার হিরো কখনও হারতে পারে না।’ শনিবার রাতেই জয়া বচ্চনকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sanjay with Big B | newsfront.co
বিগ বি-র সাথে সঞ্জয় পাতোদিয়া। ফাইল চিত্র

শহর কলকাতায় সঙ্গে অমিতাভর সম্পর্ক বহুদিনের। যখন তিনি মুম্বইয়ের ফিল্মি দুনিয়ায় পা দেননি, তখন এই শহরেই সামান্য কেরানির চাকরি দিয়ে শুরু হয়েছিল তাঁর কর্মজীবন। এই শহরেই নাটকের দলে অভিনয়ের মধ্য দিয়ে রঙ্গমঞ্চের জগতে তাঁর প্রবেশ। আর জয়া বচ্চন তথা একসময়ের জয়া ভাদুড়িও ছিলেন কলকাতার মেয়ে। সেদিক থেকে অমিতাভ বাংলার জামাই। যখনই কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন, অমিতাভ সঙ্গে সঙ্গে যোগ দিতে এসেছেন। তাই অমিতাভর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বেড়েছে কলকাতার।

আরও পড়ুনঃ করোনার কবলে অনুপম খেরের পরিবার

Big B | newsfront.co

সারা দেশের মত এ শহরেও রয়েছেন তাঁর অজস্র গুণমুগ্ধ সাধারণ মানুষ। সদ্য ‘গুলাবো সিতাবো’ নামে চলচ্চিত্রে তাকে অন্যরকম ভূমিকায় দেখা গিয়েছে। এরপর ‘ব্রহ্মাস্ত্র’, ‘চেহেরে’ চলচ্চিত্রেও দেখা যাবে বর্ষীয়ান এই অভিনেতাকে। সাধারণ মানুষের বিশ্বাস, ৭৭ বছর বয়সেও যিনি বলিউডের তাবড় তাবড় অভিনেতাকে পিছনে ফেলে দিতে পারেন, করোনার তাঁকে হারানোর জো নেই।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

তাঁর আরোগ্য কামনায় পুজোপাঠ করা শুরু করে দিয়েছেন। কলকাতায় বণ্ডেল গেটের কাছে ‘ অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যানস অ্যাসোসিয়েশন’ তৈরি করেছে ‘ বচ্চন মন্দির’। এখানেই রয়েছে ১৫ ফুটের ফাইবার গ্লাসের তৈরি অমিতাভ বচ্চনের মূ্র্তি। রবিবার দুপুর থেকে সেই মন্দিরে শুরু হয়েছে ‘ মৃত্যুঞ্জয় যজ্ঞ’ ।

ক্লাবের সম্পাদক সঞ্জয় পাতোদিয়া জানালেন, ‘গুরু’ যতক্ষণ না সুস্থ হচ্ছেন এই যজ্ঞ চলবে। পুরো বচ্চন পরিবারের সুস্থতা কামনায় এই যজ্ঞ। সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা যজ্ঞ করছি, ভিড় হতে দিচ্ছি না। তবু মানুষ এসে বারবার দেখে যাচ্ছেন।’ বচ্চন সাব দ্রুত সুস্থ হয়ে যান, এটাই শুধু প্রার্থনা আমাদের।’ এই প্রার্থনা শুধু তাদের নয়, গোটা কলকাতার, গোটা রাজ্যের তথা গোটা দেশেরও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here