বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ

0
16

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

বেহাল ৩১ নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল ক্ষুব্ধ জনতা। শনিবার কিষানমাণ্ডির সামনে অবরোধ করা হয়। অবরোধের জেরে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। জাতীয় সড়কটি ইসলামপুর শহরের মাঝ বরাবর গিয়েছে। কিষানমাণ্ডির সামনের সড়কের এতটাই বেহাল দশা যে সেখান দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য। মরণফাঁদ তৈরি হয়েছে জাতীয় সড়কটি।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার সেখানে এক ব্যক্তি বাইক নিয়ে পড়েও যান। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হুঁশ না ফেরায় এদিন সাধারণ মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এবিষয়ে ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে। এই বিষয়ে শীঘ্রই যাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা যায়, সেটি দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ সবচেয়ে বেশি পণ্য নিয়ে হলদিয়ায় এল বিদেশি জাহাজ

প্রসঙ্গত, জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে প্রশাসনিক কর্তা সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষ শীঘ্রই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের এই পথ অবরোধ প্রশাসনকে উদ্যোগী হতে বাধ্য করবেই মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here