নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বহরমপুর নিয়াল্লিশ পাড়ার এক বাসিন্দাকে হাই প্রেসার ও সুগার এবং সেইসঙ্গে শ্বাসকষ্ট জনিত কারণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কোভিড হাসপাতালে ওনাকে পাঠিয়ে দেওয়া হয় শ্বাসকষ্ট জনিত কারণে।
বৃহস্পতিবার সকালে ঐ রোগীর মৃত্যু হওয়ার পর দাহ করার জন্য খাগড়া শ্মশান ঘাটে নিয়ে আসা হলে আর যে সমস্ত মৃতের বাড়ির লোকেরা ছিল তারা অভিযোগ করেন যে কোনভাবেই অন্যান্য মৃতদের সাথে কোভিড আক্রান্তের মৃতদেহ দাহ করতে দেবেননা।
আরও পড়ুনঃ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর
সেই নিয়ে যথেষ্টই সরগরম হয় খাগড়া শ্মশান ঘাট এলাকা। পুলিশের নিরাপত্তার মধ্যে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে ওই ব্যক্তির দেহ, তার জন্য যদিও পরিবারের পক্ষ থেকে দাবি যে গতকাল ওই ব্যক্তির রিপোর্ট নেগেটিভ আসে। তবুও সেটিকে মানতে নারাজ অনেকেই।
ঘটনাস্থলে মৃতের পরিবার ও পুলিশের সাথে অন্যান্য মৃতের পরিবারের বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584