নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বর্ষা নামতে এখনো কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই জলমগ্ন গোটা এলাকা। হাঁটুজল পেরিয়ে বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত কাজ করতে হচ্ছে গ্রামবাসীদের। মঙ্গলবার সেই ড্রেনের জল জমাকে কেন্দ্র করে পঞ্চায়েত এবং পুরসভার বাসিন্দাদের কাজিয়া বাধল। এদিন সকাল থেকে বাঁশ দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা। জগদীশপুর এলাকায় রাস্তা অবরোধ করেন তারা।
একদিকে এক নং ওয়ার্ড এবং অন্যদিকে যদুপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের লোকেদের অভিযোগ, পুরসভার ড্রেনের জলে প্লাবিত হচ্ছেন তাদের এলাকা। দুই পক্ষ দায়ী করেছেন ইংরেজবাজার পুরসভাকে। এলাকায় ড্রেনের জল জমার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুনঃ কুড়িয়ে টাকা পকেটে পুরে কোয়ারেন্টাইনে বাসিন্দারা
স্থানীয়দের অভিযোগ, পুরসভার গাফিলতির কারণে আজ তারা এই সমস্যায় ভুক্তভোগী। বাড়ির বাইরে বেরোতে পারছেন না তারা। হাঁটুজলে পরিণত হয়েছে গোটা এলাকা। ড্রেনের উপচে পড়া জলে আজ তারা জলমগ্ন। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা।
অন্যদিকে এই বিষয়ে এক নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি কাউন্সিলর রাজীব চম্পটি জানান, বিগত ৪ বছর আগে হাইড্রেনের সূচনা করেছিলেন চেয়ারম্যান। কিন্তু সেই কাজ এখনো শুরু হয়নি। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি বলে অভিযোগ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584