নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তুলে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাট গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ যে, যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকে বলপূর্বক ঘর পাইয়ে দেওয়া হয়েছে।
এর ফলে সেই ঘর থেকে বঞ্চিত হয়েছেন গরীবরাই। এর পাশাপাশি আরও অভিযোগ যে, তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে ঘর পাইয়ে দেওয়ার নাম করে। এবং টাকা দেওয়ার পরেও ঘর পাননি তারা। এর পরেই স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এবং সেই সময় ধাক্কাধাক্কি হয় বলেও অভিযোগ স্থানীয়দের।
আরও পড়ুনঃ অফিস খোলার বিষয়ে সিদ্ধান্ত বদল মুখ্যমন্ত্রীর, জানালেন টুইটারে
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশবাহিনী। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে চটহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন টপ্পো জানিয়েছেন গোটা বিষয়টি ফাঁসিদেওয়ার বিডিওকে জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584