মনিরুল হক, কোচবিহারঃ
রেশন সামগ্রী কম পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাল বালাভুত গ্রাম পঞ্চায়েতের রেশন দোকানের গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে, বালাভুত গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাভুত এলাকায়। ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করার কথা দিয়েছে বালাভুত গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আইনুল হক।
বালাভুত গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আইনুল হক জানান, “আমাদের কাছে এলাকার অনেকেই লিখিত ভাবে অভিযোগ জানিয়েছে। এরপরেই আমরা এদিন রেশন দোকানে যায়। ডিলারের সাথে কথাবলি এবং বিষয়টি আমরা প্রশাসনকে জানাব।”
আরও পড়ুনঃ কেমন রয়েছে মাইতি পরিবার, খোঁজ নেয়নি কোন জনপ্রতিনিধি
এদিন রেশন দোকানের সামনে স্থানীয় বাসিন্দারা জানান, রেশন দোকান থেকে আটা কম দেওয়া হচ্ছিলো। বিষয়টি নিয়ে কয়েকজন বাধা দেয়। কিন্তু তাদের কথায় পরোয়া করেনি রেশন ডিলার। ভয় দেখিয়ে সাধারণ মানুষকে চুপ করিয়ে রাখত। বিষয়টি নিয়ে লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হয় গ্রাম পঞ্চায়েত অফিসে। এদিন বালাভুত গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আইনুল হক রেশনে আসেন। এসে তিনি ঘটনার তদন্তের আশ্বাস দেন।
রেশন ডিলার জহিরুল হক জানান, সাধারণ মানুষ আটা কম দেওয়ার যে অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন। কখনই রেশনের আটা কম দেওয়া হয়নি। কোনও সময় দফতর থেকে আটা কম অ্যালোটমেন্ট হলে সাধারণ মানুষও কম আটা পাবেন। এটাই স্বাভাবিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584