নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ ভগবানগোলা ১ নম্বর ব্লকের হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জালিবাগিচা গ্রামে ১০০ দিনের কাজের মজুরি নিয়ে উঠল অভিযোগ। গ্রামবাসীরা বলেন তাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার, সুপারভাইজার এরা ৮০ টাকা মজুরির কাজ করার কথা বলে। কিন্তু তারা ওই মজুরিতে কাজ করতে রাজি না হওয়ায় তাদের পরে ১৫০ টাকা করে দেওয়া হবে বলে জানায় সুপারভাইজার।
এই নিয়ে আজ গ্রামবাসীরা ভগবানগোলা ব্লক ১নং বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি সরকারের নির্ধারিত মজুরি ২০৪ টাকা তাদের দিতে হবে, না হলে তারা কাজ করবেন না। এই ব্যাপারে এনএস কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন মাটি মেজারমেন্ট করেই তাদের টাকা দেওয়া হবে। তারা যেমন কাজ করেছে তেমন টাকা পাবে।
গ্রামবাসীরা একথা শুনার পর বলেন, “আমরা এর আগেও কাজ করেছি, কিন্তু কোনদিন এই রকম নিয়ম শুনিনি।” গ্রামবাসীরা আরও বলেন “আমাদের টোটাল শ্রমিকের মধ্যে অধিকাংশ শ্রমিক হল মহিলা। এর ফলে আমাদের মাটি কাটতে অসুবিধা হচ্ছে।”
আরও পড়ুনঃ লাদাখে শহীদ বাংলার দুই জওয়ান পরিবারের পাশে রাজ্য
এর বিরুদ্ধে আজ ভগবানগোলা ব্লক ১নং সমষ্টি উন্নয়ন আধিকারিক পুলক কান্তি মজুমদারের কাছে একটি অভিযোগ পত্র জমা করেন। গ্রামবাসীদের আরও দাবি ইঞ্জিনিয়ারকে কাজের স্থানে উপস্থিত থেকে শ্রমিক গুনে নিতে হবে। এছাড়া সুপারভাইজারের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584