বর্ষা শুরুর আগে নদী ভাঙনে আতঙ্কিত গ্রামবাসীরা

0
52

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

পুরোদমে বর্ষা শুরু হওয়ার আগেই মালদহের মানিকচকে গঙ্গার জলস্তর বাড়তে থাকায় ভাঙন শুরু হয়েছে। এর জেরে দুই পঞ্চায়েতে নদীর পাড় সংলগ্ন এলাকার বাসিন্দারা তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে এলাকার বেশ কিছু জায়গা জুড়ে নদীর ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েক বিঘা জমি নদীগর্ভে চলে গিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এলাকার বাঁধ ভেঙে পড়বে।

river bank | newsfront.co
নিজস্ব চিত্র

প্রায় ১৫ কিলোমিটার বাঁধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন থেকে জনপ্রতিনিধি কেউই ভাঙন রোধে উদ্যোগ নেয়নি। বর্ষার সময় সমস্যা আরও বড় আকার নেবে বলেই মত স্থানীয়দের।মানিকচকে নদী ভাঙ্গন সমস্যা দীর্ঘদিনের। এনিয়ে রাজনৈতিক সুর চড়ছে জেলায়। বাঁধ ভাঙনকে হাতিয়ার করে শাসকদলকে নিশানা করেছে বিজেপি। বাঁধ সারাইয়ের কাজ অবিলম্বে শুরু না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ পাচারের সময় গ্রামবাসীদের হাতে পাকড়াও রেশনের চাল বোঝাই ট্রাক্টর

যদিও ভাঙন রোধ প্রসঙ্গে কেন্দ্রের সরকারকেই নিশানা করেছে তৃণমূল। মালদহের সভাধিপতি তৃণমূল কংগ্রেসের গৌরচন্দ্র মন্ডল বলেন, ‘ভুতনি থেকে ফরাক্কা ব্যারেজ পর্যন্ত ফরাক্কা ব্যারেজের অধীনে। এটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীন। ইউপিএ আমলে বাঁধ দেওয়ার কাজ হলেও আর কোন কাজ এগোয়নি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here