বেহাল রাস্তা! ঘটছে দূর্ঘটনা, রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের

0
79

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

Bad condition of road | newsfront.co
নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরেই জীবন্তি থেকে শেরপুরের রাস্তার অবস্থা এতটাই বেহাল অবস্থা যে সাধারণ মানুষের অর্থাৎ বাইক থেকে টোটো এবং বাস যাওয়ার অযোগ্য হয়ে উঠেছে, এমন কী অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে ১০ মিনিটের রাস্তা এক ঘন্টার বেশি সময় লাগে।

Road condition | newsfront.co
বেহাল রাস্তা। নিজস্ব চিত্র

বর্তমান সময় রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, প্রায় বন্ধ হয়ে যাচ্ছে চলাচল। বিপাকে হাজার হাজার মানুষ। কখনো বা রাতের অন্ধকারে উল্টে যাচ্ছে ট্রাক। এমনকি দিনের বেলাতেও ঘটছে দূর্ঘটনা, শনিবার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মহলন্দী এলাকার সাধারন মানুষ।

Kandi Road condition | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের সহযোগী ইন্দ্রজিৎ সাউ

তাদের দাবি দীর্ঘদিন ধরে রাস্তা এতো খারাপ, বার বার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না কেন? যদিও কান্দি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং মানবিক হয়ে কিছু ইট দিয়ে আপাতত চলাচল মতো ব্যবস্থা করলে এলাকাবাসীরা অবরোধ তুলে নেয়।

villagers | newsfront.co
অবরোধকারী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কোর্স ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভ বিশ্বভারতী ক্যাম্পাসে

উল্লেখ্য, বীরভূম থেকে আসা শেরপুর রাস্তা হয়ে বহরমপুর মালদা যাওয়া গাড়িগুলো অতিরিক্ত বালি এবং পাথর ওভার লোডের ফলে অত্যধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ ১০ কিমি রাস্তা। যার ফলে নাজেহাল অবস্থা যানবাহন থেকে সাধারণ মানুষের, বার বার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here