বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই শুরু বিক্ষোভ গোয়ালপোখরে

0
52

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে এলাকায়। এই নিয়ে সোমবার থেকে গোয়ালপোখর দুই নম্বর ব্লকের সামনে বিক্ষোভ চলে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত দুই বছর আগে একটি সার্ভে হয়েছিলো। সেই সময় সেই সার্ভে করার দায়িত্ব পেয়েছিলেন গ্রামীণ সম্পদ কর্মীরা।

people | newsfront.co
নিজস্ব চিত্র

আর তাতেই প্রচুর অভিযোগ উঠেছে ব্লকের বিভিন্ন গ্রামে। এ দিন বিক্ষোভ চলাকালীন এমনই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আসিফ একবাল। তিনি জানিয়েছেন, বহু গরিব মানুষ বঞ্চিত হয়েছে বাংলা আবাস যোজনার তালিকা থেকে, তাই আজ এই বিক্ষোভ। তার আরও অভিযোগ, উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়েছে গ্রামীণ সম্পদ কর্মীরা।

গোয়ালপোখর দুই নম্বর বক্লের বিডিও কানাই কুমার রায় বলেন,”এই তালিকায় যাদের নাম রয়েছে, যদি সঠিক থাকে তবে প্রকৃত উপভোক্তারা অবশ্যই সাহায্য পাবে, যদি প্রকৃত উপভোক্তা না পেয়ে থাকেন, অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।” তিনি আরও জানিয়েছেন, তদন্ত করে সঠিক তালিকা করা হবে।

আরও পড়ুনঃ মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দল

এছাড়া গ্রামীণ সম্পদ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি বিডিও অফিসে অভিযোগ করলে,সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। যাতে প্রকৃত মানুষ সুযোগ থেকে বঞ্চিত না হন সেজন্য গ্রামে গ্রামে মাইকিং করা হবে। সেই সঙ্গে কেউ কাউকে যেন টাকা না দেয় , সেকথাও জানিয়ে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here