মনিরুল হক, কোচবিহারঃ
বেহাল রাস্তা সারানোর দাবিতে এবার পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ৩ ঘণ্টা চলে এই অবরোধ। পরে পুলিশের আশ্বাসে তা উঠে যায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপালখাতা এলাকায়। তুফানগঞ্জ থেকে দিনহাটা যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, দীর্ঘদিন থেকে তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপালখাতা এলাকা থেকে পাগলীর ধাম যাওয়ার যে রাজ্য সড়কটি রয়েছে তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার বলা সত্বেও কোন সুরাহা হয়নি। সেই কারণে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এদিনের এই অবরোধে শামিল হয়েছেন দেহতরী গ্রাম পঞ্চায়েতের নেপাল খাতা এলাকার মানুষজন।
আরও পড়ুনঃ থানার সামনে বিক্ষোভে শামিল সাংসদ
নেপালখাতা এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ‘এই এলাকায় আমার পরিবার প্রায় ৩০-৩২ বছর বাস করছেন। তখন থেকে একই রকম অবস্থা হয়ে রয়েছে। এই রাস্তার কোন রকম ভাবেই সরকারের তরফ থেকে মেরামত করা হয়নি। প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়ার পরেও কোন রকম কাজ করা হয়নি। সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। হাঁটু জল পার করেই যেতে হয় হাট-বাজার ও স্কুল-কলেজ থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত।
আরও পড়ুনঃ দাঁতনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত উপপ্রধানের
বাইক নিয়ে যেতে হলে বাইক রাস্তায় দাঁড় করিয়ে তবেই বাড়িতে ঢুকতে হয়। প্রশাসনের কাছে অনেকবার জানানো সত্ত্বেও কোনো রকম কাজ হয়নি। তাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে এই রাস্তা সারাইয়ের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা পথ অবরোধ চালিয়ে যাব।’ ওই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বলরামপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584