পিপলস ব্রিগেডের আন্দোলনে উত্তপ্ত হাসনাবাদ

0
119

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

members | newsfront.co
নিজস্ব চিত্র

১লা জুন থেকে ২৪শে জুন অবধি হাসনাবাদের পাটলিখানপুর পঞ্চায়েতের এক বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দুবেলা মিলিয়ে প্রায় দেড়হাজার মানুষের রান্না করা খাবারের ত্রাণশিবির চালাচ্ছিলো পিপলস ব্রিগেড।

১২ই জুন হাসনাবাদ বিডিও অফিসের দফতরে পিপলস ব্রিগেডের নেতৃত্বে শয়ে শয়ে গ্রামবাসীদের প্রথম অভিযানে বিডিও কথা দেন যে, সমস্ত আমপানে ক্ষতিগ্রস্ত মানুষকে প্রাথমিক ২০ হাজার টাকার ক্ষতিপূরণ অবিলম্বে দেওয়া হবে।

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

পিপলস ব্রিগেডের কনভেনর বাসুদেব নাগচৌধুরী জানিয়ে আসেন, তাদের দাবি পূরণ না হলে আগামীতে এই আন্দোলন আরও ভয়ানক হবে। কিন্তু দেড় মাস পেরিয়ে যাওয়ার পরেও সামান্য কয়েকজন গ্রামবাসীর অ্যাকাউন্টে মাত্র ৫ হাজার টাকা ঢুকিয়ে দায় সারার চেষ্টা চালান বিডিও। তাই বাধ্য হয়ে পিপলস ব্রিগেড আজ বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে বিক্ষোভ অবস্থান ও কর্মসূচি নেয়।

আরও পড়ুনঃ অবৈধভাবে বিজেপির দলীয় কার্যালয় তৈরির চেষ্টা, প্রতিবাদে পথ অবরোধ

protest | newsfront.co
নিজস্ব চিত্র

বিডিও তার পূর্বতন সমস্ত প্রতিশ্রুতি অস্বীকার করে, আমপানে ক্ষতিগ্রস্তদের টাকা দেবেন না বলছেন বলে অভিযোগ সংগঠনের।

এমতাবস্থায় পিপলস ব্রিগেডের নেতৃত্বে আন্দোলনকারী বিপুল সংখ্যার গ্রামবাসী বিডিও অফিসের সামনেই অবস্থানে বসেছে। যতক্ষণ না তারা তাদের ন্যায্য প্রাপ্য না পাচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে বিডিও -র সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here