নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভুট্টাক্ষেতে ফাঁদ পেতে বেশ কিছু টিয়া পাখি ধরেছিল এলাকার ছোট ছেলেরা। লকদাউনের কারণে স্কুল বন্ধ থাকায় জমি থেকে এই টিয়া পাখি ধরে সময় কাটাতে চেয়েছিল তাঁরা। শিশুদের ফাঁদে আটকে যাওয়া এরকম বেশ কিছু টিয়া পাখিকে বুধবার উদ্ধার করল রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থা।
ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুভাষগঞ্জের নশরতপুর কাটাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালসের সদস্যরা কিছু বাড়িতে অভিযান চালান। সেখান থেকেই টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। এভাবে পাখিদের ধরা যে আইনত অন্যায়, সেবিষয়ে তাদের অভিভাবকদের সচেতন করা হয়েছে।
আরও পড়ুনঃ বিদ্যুৎমন্ত্রীর কাছে হোয়াটসঅ্যাপে অভিযোগ করেই মিলল দ্রুত সমাধান
বাচ্চাদেরও সচেতন করা হয় যে, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভারতীয় কোন পাখি ধরা বা বিক্রি করা যায় না। বুধবার প্রায় ১৭টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। এগুলোকে তুলে দেওয়া হবে বনদপ্তরের হাতে। উদ্ধার করা পাখিগুলোর মধ্যে অনেকগুলো ডানা কাটা ও কিছু পাখি অসুস্থ। সেগুলোর চিকিৎসা করে জঙ্গলে ছাড়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584