‘নোটবন্দি’র স্মৃতি নিয়ে সকাল থেকেই ভিড় ব্যাঙ্কের সামনে, মানা হচ্ছে না বিধিনিষেধ

0
57

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

ব্যাঙ্ক খুলতেই ব্যাঙ্কের সামনে গ্রাহকদের লম্বা লাইন। কোথাও সামজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছে গ্রাহকরা কোথাও আবার সেই নির্দেশকে তোয়াক্কা না করে একে অন্যের ঘাড়ের উপর দাঁড়িয়েছে। গ্রাহকদের একাংশের দাবি সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলেও অধিকাংশ গ্রাহকরা তার কথায় কর্ণপাত করছেন না।

bank | newsfront.co
নিজস্ব চিত্র

কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকার পর গতকাল সমস্ত ব্যাঙ্ক খুলেছে। তার মধ্যে রায়গঞ্জ পুরসভা বৃদ্ধ,বৃদ্ধাদের পেনশনের ভাতার টাকা ছেড়ে দেয়। সেই টাকা তুলতে বৃদ্ধ, বৃদ্ধারা ব্যাঙ্কের সামনে ভিড় জমান। রায়গঞ্জের বেশ কয়েকটি ব্যাঙ্ক ঘুরে দেখা গেল একমাত্র ইউনাইটেড ব্যাঙ্কেই সামাজিক দূরত্ব মেনে লাইন হয়েছে।

bank gathering | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফের শতাধিক ভিন রাজ্যের শ্রমিক আটক করলো রায়গঞ্জ থানার পুলিশ

বাকি এলাহাবাদ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কে সেই সমস্ত সামাজিক দূরত্বের ধার ধারছেন না গ্রাহকরা। শহরের মধ্যে নিয়ম নীতি না মেনে বৃদ্ধবৃদ্ধারা রাস্তায় বের হওয়ায় নতুন করে সমস্যা দেখা দেবার আশঙ্কা থেকেই যাচ্ছে।

পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসকে টেলিফোনে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন,সামাজিক দূরত্ব বজায় রাখার দায়িত্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষের। তিনি বিষয়টি নিয়ে ব্যাঙ্ক কতৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here