হোম ডেলিভারি হওয়া সত্বেও মদের দোকানে ভিড় গ্রাহকদের

0
38

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা সতর্কতায় দেশ জুড়ে চলছে লকডাউন! সরকারের নিয়ম অনুযায়ী বন্ধ থাকার কথা সমস্ত মদের দোকান। যদিও সেই নির্দেশিকাকে উপেক্ষা করেই মেদিনীপুর শহরে রমরমিয়ে চলছে সুরা ব্যবসা, এমনকি বেহাল তবিতদে হচ্ছে মদের কালোবাজারিও।

wine shop | newsfront.co
নিজস্ব চিত্র

দোকান খোলার কথা পাঁচকান হতেই দলে দলে সেখানে ভিড় করছে সুরা প্রেমীরা। নববর্ষে এমনই চিত্র ধরা পড়ল মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি সরকারি মদের দোকানে। মদ যে সত্যি দোকান থেকে বিক্রি হচ্ছে, তা কার্যত স্বীকার করে নিয়েছে দোকানের মালিক অজয় কুন্ডু।

shop | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও উত্তরে দোকান মালিকের সাফাই, গ্রাহকদের হেনস্থার মুখে পরে বাধ্য হয়ে তাকে দোকান থেকে ডেলিভারি দিতে হচ্ছে ‘ফরেন লিকার’।প্রসঙ্গত, নববর্ষ তথা মঙ্গলবার থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন মদের দোকানে শুরু হয়েছে হোম ডেলিভারি সার্ভিস।

আরও পড়ুনঃ লকডাউন অমান্য করায় গ্রেফতার ১২জন ব্যক্তি

বেশিরভাগ দোকানের দেওয়ালে অথবা সামনে লাগানো আছে হোম ডেলিভারি নম্বর। সেই নম্বরে ফোন করলে বাড়িতে বসেই পাওয়া যাচ্ছে দেশি ও বিদেশি উভয় মদ।

এদিন এলাকায় জমায়াতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি লাঠি উচিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় গ্রাহকদের জামায়াতকে। এমনকি কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয় দোকানের মালিককে। পাশাপাশি এদিন বিভিন্ন মদের অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here