নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (সারি) হাসপাতালে রুপান্তরিত না করার দাবিতে সরব হল স্থানীয়রা।

ইতিমধ্যে হেমতাবাদের বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে আবেদন পত্র জমা দিয়েছে স্থানীয়রা। যদিও এই ব্যাপারে প্রশাসনের পক্ষথেকে জানানো হয়েছে, দরখাস্তটি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সম্পূর্ণ সিদ্ধান্ত জেলা প্রশাসনের উপর নির্ভর করছে। জানা গিয়েছে, জেলা স্বাস্থ্য দফতর হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সারি হাসপাতালে রুপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। করোনার উপসর্গ মূলত তীব্র শ্বাসকষ্ট থাকা রোগীদের এই হাসপাতালে রাখা হবে।
আরও পড়ুনঃ দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্য স্কুলের
এই হাসপাতাল থেকে সোয়াব টেস্টের পর কোনো রোগী করোনা পজিটিভ হলে তাকে অন্যত্র স্থানান্তরিত করা হবে। এতে জনবহুল এলাকায় সংক্রমণ ছড়ানোর পাশাপাশি হেমতাবাদের একমাত্র হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা ব্যবস্থা ব্যহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা। অবিলম্বে হেমতাবাদে সারি হাসপাতাল করার সিদ্ধান্ত বদলের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584