নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের সময় ওয়ার্ডের বাসিন্দাদের নিম্ন মানের খাদ্যসামগ্রী বিলি করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ শহরের তুলসীপাড়ায়। জানা যায় এদিন উত্তেজিত বাসিন্দারা বিলি করা খাদ্য সামগ্রী মাটিতে ফেলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সংশ্লিষ্ট কাউন্সিলরের বাড়িতেও যাওয়ার দাবি তোলেন তারা।
তবে কাউন্সিলরের বাড়িতে আক্রমণ করতে গেলে পুলিশ মাঝ রাস্তায় তাদের আটকে, পরিস্থিতি কোনও রকমে সামাল দেয়। তবে রায়গঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (তৃণমূল) পুস্পা মজুমদার জানিয়েছেন, “লকডাউনের সময় ওয়ার্ডের বাসিন্দাদের পাশে আমি থাকতে চেয়েছিলাম।সে কারণে এই বিপদের দিনে তাদের কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম।
আরও পড়ুনঃ হোম ডেলিভারি হওয়া সত্বেও মদের দোকানে ভিড় গ্রাহকদের
সেই সামগ্রীতে পোকা বা অন্য কিছু খারাপ আমাদের চোখে পড়েনি। কিছু বাসিন্দা এখন খাবার নিম্ন মানের বলে অভিযোগ তুলছে, যা সম্পূর্ণ মিথ্যা।” তবে এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি জানান তিনি। যদিও বিজেপি সভাপতির দাবী,তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584