নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মহামারী করোনার হাত থেকে মুক্ত পেতে এর আগে হোমযজ্ঞ করে পুজো দিয়েছেন রাজ্যের একাধিক জেলার আতঙ্কিত মানুষ। এবার তার সঙ্গে যুক্ত হল নিরামিষ ভোজন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ১ নম্বর ব্লকের ফতেসিংহপুর গ্রামের ৫৭২ টি পরিবার নিরামিষ খাবার খান।

এদিন সকাল থেকে রাত পর্যন্ত ভাত, মুড়ি না খেয়ে গমের আটার রুটি, পরোটা, লুচি, ছাতু, ময়দার নানা উপকরণ করে খাওয়াদাওয়া করেন গ্রামের ছোট থেকে বড়, এমনকি বৃদ্ধ – বৃদ্ধারাও। অনেকে আবার পুজোও দেন ভাইরাসের মোকাবিলায়।
আরও পড়ুনঃ করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে সাউরি গ্রাম
গ্রামের বাসিন্দা সুভদ্রা সার, শিবানী মান্না, বর্ণালী সার সহ গ্রামের অনেকেই বলেন, “আমরা চাই অবিলম্বে করোনা ভাইরাস মুক্ত হোক। সারাদেশে স্বাভাবিক অবস্থা ফিরুক। সেই কামনায় আমরা গ্রামের সকলে সারাদিন নিরামিষ ভোজন করেছি।” গড়বেতা ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, “এই পরিস্থিতি থেকে মুক্ত হতে মানুষ এখন নানা উপায় বের করছেন। এটা তারই এক রূপ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584