ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
অর্থ মন্ত্রকের ঘোষণার পর দশদিন যেতে না যেতেই প্রভিডেন্ট ফান্ড থেকে ১.৩৭ লক্ষ পিএফ গ্রাহক ২৭৯.৬৫ কোটি টাকা তুলে নিলেন।
উল্লেখ্য,গত ২৬ শে মার্চ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিভিন্ন সংস্থার সাথে যুক্ত কর্মীদের পিএফ সংক্রান্ত দুটি ঘোষণা জারি করেছিলেন।
১) দেশের যে ৪ লাখ সংস্থার ১০০ বা তার কম কর্মী আছে এবং তাদের ৯০%-র বেতন ১৫ হাজারের নীচে, এরকম ৮০ লাখ কর্মীর বেতনের ২৪% তিন মাস প্রভিডেন্ড ফান্ডে (পি এফ) দেবে কেন্দ্র সরকার।
২)তিন মাসের বেতনের মধ্যে যার পরিমাণ কম অথবা পি এফ থেকে ফেরত-অযোগ্য অগ্রিমের ৭৫% অর্থ তোলা যাবে।
আর এই ঘোষণার পরে করোনা আবহে দেশ জুড়ে যে ১.৩৭ লক্ষ পিএফ গ্রাহকের জন্য ২৭৯.৬৫ কোটি টাকা বাড়তি বরাদ্দ করা হয়েছিল তার পুরোটাই তুলে নিলেন গ্রাহকরা।
আরও পড়ুনঃ সময় নষ্ট করে পূর্ব প্রস্তুতি ছাড়াই চাপিয়ে দেওয়া হয়েছে লকডাউনঃ অধীরের
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের দেওয়া তথ্যে দাবি করা হচ্ছে দেশজুড়ে প্রভিডেন্ট ফান্ড থেকে আগাম বরাদ্দকৃত ফেরত অযোগ্য অগ্রিম অর্থের পুরোটাই নির্দিষ্ট গ্রাহকরা তুলে নেওয়ায় তাদের ভবিষ্যৎ সঞ্চয়ে বেশ খানিকটা কমের দিকে যাবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584