শ্যামল রায়,পূর্বস্থলীঃ
এক হাজার হাতের দুর্গা দেখতে পাবেন দর্শনার্থীরা।পূর্বস্থলী থানার ভান্ডারটিকুরী বরিশাল পাড়া বারোয়ারী দুর্গোৎসব কমিটি আয়োজিত দুর্গাপুজোয়।
এই পুজো ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সাথে দুর্গা প্রতিমার হাত থাকবে এক হাজার।সাথে থাকবে চোখধাঁধানো বড় প্যান্ডেল।
পুজো উদ্যোক্তাদের তরফ থেকে জানা গিয়েছে যে, “ইতিমধ্যে এই পুজোর তৎপরতা চলছে জোর কদমে।বিগত ২৬ বছর ধরে আমরা এই পুজো করে থাকি এবং প্রতি বছর দর্শনার্থীদের টানতে অভিনবত্ব নিয়ে আসি প্রতিমা মণ্ডপ শয্যায়।”
পুজো কমিটির সভাপতি সমির দেবনাথ সম্পাদক সুজিত দেবনাথ জানিয়েছেন যে, “শুধুমাত্র প্রতিমা কিংবা মণ্ডপ সাজিয়ে আমরা চুপচাপ থাকি না অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং পুজোর ক’দিন সমস্ত মানুষের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণ করে থাকি।”
আরও পড়ুনঃ বিরিহাঁড়িতে ‘জীবন্ত দুর্গা’ পুজো ঘিরে সচেতনতার প্রচার
সম্পাদক সুজিত দেবনাথ জানিয়েছেন যে, “এই দুর্গা প্রতিমা পূজিত হয় বৈষ্ণব মতে।
আগাগোড়াই আমরা এই পুজোটি করে আসছি এলাকার মানুষের মনোরঞ্জন দেওয়ার জন্য। তবে এবার এক হাজার হাতের দুর্গা প্রতিমা দেখতে দর্শনার্থীরা ইতিমধ্যেই আনাগোনা শুরু করে দিয়েছেন।
প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দুর্গা প্রতিমার এক হাজার হাত দেখতে ছুটে আসছেন পূজা প্রেমী মানুষজন।পুজো মণ্ডপে থাকবে ভূত-পেত্নী এবং কালিমার সাধকরা।
এসব টাই পুজো মন্ডবে তৈরি হচ্ছে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য। নিজেদের আয়ত্তের মধ্যে বাজেট রেখে আমরা এই ধরনের পুজো করে আসছি প্রতিবছর।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584