শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যের সমস্ত মানুষ যাতে খাদ্যসাথী প্রকল্পে চাল-গম পান এবং সকলের তথ্য যাতে খাদ্য দফতরের কাছে সুরক্ষিত থাকে, তার জন্য ডিজিটাল রেশন কার্ড চালু করেছিল রাজ্য। মহামারীতে ডিজিটাল রেশন কার্ডেই চাল-গম পাচ্ছেন মানুষ। কিন্তু যারা পুরনো রেশন কার্ড পরিবর্তন করে উঠতে পারেননি, তাদের এই সুবিধা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে। কিন্তু এবার ডিজিটাল রেশন কার্ড না থাকলেও পুরনো কার্ডেই বিনামূল্যে রেশন দেওয়ার কথা জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
গত শনিবার একটি খবর প্রকাশ্যে আসার পরেই এই বিষয়টি নিয়ে হুলুস্থলু পড়ে যায়। জানা যায়, খোদ তৃণমূল সাংসদ দেবের জ্যাঠতুতো দাদার পরিবারই ডিজিটাল রেশন কার্ড না থাকার ফলে রোজগারের অভাবে অনাহারে দিন কাটাচ্ছেন। অনেকদিন আগে আবেদন করলেও স্থানীয় সমস্যার কারণে ডিজিটাল রেশন কার্ড পাননি। তাই তাঁরা রেশনের চালও পাননি। আর লকডাউনে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে থাকতে হচ্ছে পরিবারটিকে। বিষয়টি জানতেন না তৃণমূল সাংসদ দেবও।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ করতে পারবে চা-বাগানগুলি, অনুমতি দিল রাজ্যসরকার
লকডাউন শুরুর পর থেকেই বিপদে পড়েন ডিজিটাল রেশন কার্ড নেই এমন বহু গরিব মানুষ। তাদের দাবি, এমনিতেই খাটতে খাটতে কখন দিন কেটে যায় টের পাই না। তার ওপরে ডিজিটাল রেশন কার্ড করার সময় হয়নি। অনেকের অভিযোগ, আবেদন করেও ডিজিটাল রেশন কার্ড পাননি অনেকে। ঠিক যেমন হয়েছে দেবের জ্যাঠার পরিবারের ক্ষেত্রেও।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই এবার নড়েচড়ে বসল সরকার। সোমবার খাদ্যমন্ত্রী জানান, ‘যাদের পুরনো রেশন কার্ড রয়েছে, কিন্তু ডিজিটাল রেশন কার্ড নেই তারাও যাতে বিনামূল্যে রেশন পান তা নিশ্চিত করতে খুব তাড়াতাড়ি নির্দেশিকা জারি হবে। তার পর থেকে তারাও মাথাপিছু ৫ কিলোগ্রাম করে চাল পাবেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584