নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মৌলালীর রামলীলা ময়দানে পিপলস ব্রিগেডে প্রায় হাজার দেড়-দুই মানুষের জমায়েত তৈরী হয়। মিছিল শুরুর আগেই নেতৃত্বকে গ্রেফতার করে পুলিশ। তাতে ক্ষোভে ফেটে পড়ে দূরদূরান্ত থেকে আসা মানুষ।
পিপলস ব্রিগেড সূত্রের খবর, পরিকল্পনা ছিলো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা খেটে খাওয়া মানুষেরা লকডাউনের ক্ষতিপূরণের দাবীতে মৌলালী থেকে মিছিল করে যাবেন ধর্মতলায়। সেখানে চলবে পথসভা ও তারপর ডেপুটেশন জমা দেওয়া হবে রাজ্যসরকারের দফতরে,পিপলস ব্রিগেডের ডাকে।
পিপলস ব্রিগেডের কর্মীরা গতকাল রাতে লালবাজার থেকে বেরিয়েই ঘোষণা করেন আন্দোলন এবার হবে আরও বিপুল আকারে। এবার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে পেটের জ্বালায় পোড়া মানুষ, ভোটের অঙ্ক কষা ক্ষমতাসীনরা এই লড়াই হাজার ‘খেলা’ দিয়েও ঠেকাতে পারবেন না, আন্দোলন বেড়ে চলবে।
আরও পড়ুনঃ প্রচারে গিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায়, সড়কপথে ফিরছেন বাড়ি! চক্রান্তের অভিযোগ
নির্বাচনের বাজারে সব দল যখন বলবে ‘ভোট চাই’ ‘ভোট চাই’, জনগণকে নিয়ে পিপলস ব্রিগেড তখন বলবে ‘চাই লকডাউনের ভরপাই’ এমনটাই জানালেন পিপলস ব্রিগেডের কনভেনর বাসুদেব নাগচৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584