“চাই লকডাউনের ভরপাই” আন্দোলন মঞ্চের স্মারকলিপি গেলো মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে

0
130

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

লকডাউন নিয়ে যখন কার্যত সরকারের তালেই তাল মেলাচ্ছেন সমস্ত রাজনৈতিক মহল, তখন সাধারণ গরীব মানুষই তার অধিকারের কথা বলতে এগিয়ে এসেছে “চাই লকডাউনের ভরপাই ” মঞ্চে বামপন্থী যুবক যুবতীরা। তাদের সরাসরি বক্তব্য লকডাউন বিলিওনিয়ার দের কাছে মুনাফার যন্ত্র আর গরীব মানুষের কাছে মুনাফার যন্ত্রনা।

workers protest | newsfront.co

গত ৩১ এ মে মুখ্যমন্ত্রী ও গত ৪ ঠা এপ্রিল রাজ্যপালের কাছে লকডাউন প্রত্যাহার, আর্থিক ভাবে দুর্বল পরিবার পিছু দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ, এক বছরের ক্ষুদ্র ঋণ মকুব ও গায়ের জোরে ভ্যাকসিনেশান বন্ধের দাবীতে স্মারকলিপি পাঠায় এই “চাই লকডাউনের ভরপাই ” আন্দোলন মঞ্চ। এই মঞ্চে রয়েছে পিপলস ব্রিগেড, আজাদ মজদুর সংঘ, জুট মিল মজদুর মোর্চা ও জনস্বাস্থ্য সুরক্ষা ও অধিকার মঞ্চ।

protest | newsfront.co

ঐ স্মারকলিপিতে ছিলো দু হাজারেরও বেশী মানুষের সাক্ষর। স্মারকলিপিতে উল্লেখ রয়েছে লকডাউনকে ভিত্তিহীন বলে দাবী করা নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিট এর মতো পৃথিবীবিখ্যাত মহামারিবিদ এর মতামত। মঞ্চের একজন অন্যতম প্রধান সদস্যা দেবপ্রিয়া চক্রবর্তী জানান, ” এই লকডাউন আমাদের দেশে অসাম্য ,শোষণ , ডোমেস্টিক ভায়োলেন্স ব্যাপক মাত্রায় বাড়িয়ে তুলেছে। যারা মাসে ২০০০০ টাকার কম আয় করেন গত বছর লকডাউনে তাঁদের ৩৭% রোজগার কমেছে , এবং একি সাথে দেশের বিলিওনিয়ারদের সম্পদ বেড়েছে ৩৫%।

আরও পড়ুনঃ হিন্দি ইংরেজি ছাড়া বলা যাবে না অন্য কোনো ভাষা! নির্দেশ দিল্লি হাসপাতালের

ইতিমধ্যেই পিপলস ব্রিগেডের আহ্বায়ক শ্রী বাসুদেব নাগ চৌধুরী তথ্য দিয়ে দেখিয়েছেন, দেশের প্রথম ১১ বিলিওনিয়ার এই লকডাউনে যা আয় করেছেন তা দিয়ে আগামী দশ বছর গোটা দেশে একশো দিনের কাজ প্রকল্প হেসে খেলে চালানো যায়।এছাড়াও লকডাউনে কাজ থেকে ছাঁটাই হয়েছে ১১ কোটির অধিক মানুষ, যার মধ্যে ১ কোটি ৭০ লক্ষ মহিলা। তার বক্তব্য, লকডাউনে দেশের ৩২ কোটি ছাত্র ছাত্রী শিক্ষার থেকে বাইরে ছিটকে গিয়েছেন, মিডডে মিল পায়নি ১২ কোটি শিশু। এছাড়াও ভ্যাকসিন নিয়ে তারা জানান ভ্যাকসিনের ক্ষতিকর প্রভাব নিয়ে মুখ খুলেছেন HIV এর আবিষ্কর্তা নোবেলজয়ী বিজ্ঞানী লুই মন্টেগনার। তার বক্তব্য রয়েছে এই স্মারক লিপি দুটিতে।

আরও পড়ুনঃ লালবাগ রেড ভলেন্টিয়ার্সের অভিনব উদ্যোগ

গত ৯ই মার্চ কলকাতার রাস্তায় পিপলস ব্রিগেডের সাথে নামেন ১৫০০ সাধারণ মানুষ এই দাবীতে। রামলীলা ময়দানে সেই জমায়েতের ওপর আক্রমণ করে তাদের নেতৃত্বদের গ্রেফতার করে পুলিশ। এর পর ৩রা এপ্রিল মৌলালি যুব কেন্দ্রতে এই আন্দোলনের গণ কনভেনশন এর মধ্যে দিয়ে আন্দোলন এগিয়ে যাবার বার্তা দেন পিপলস ব্রিগেড।

আরও পড়ুনঃ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি কান্দিতে

আগামী দিনে লকডাউন প্রত্যাহার সহ লকডাউনের ক্ষতিপূরণ এবং জোরজবস্তি গণটিকাকরণ সহ পাঁচ দফা দাবীর পক্ষে কোনো পদক্ষেপ না নেওয়া হলে দ্রুত সাধারণ মানুষের স্বার্থে জোরালো রাস্তার আন্দোলনের ডাক দেবে এই “চাই লকডাউনের ভরপাই মঞ্চ ” এমনটাই বার্তা দিয়েছে এই গ্রূপের সদস্য বৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here