গঙ্গারামপুরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের দাবি এলাকাবাসীর

0
68

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ শহর হল গঙ্গারামপুর শহর । এই শহরের মধ্যে দিয়েই চলে গেছে ৫১২ নম্বর জাতীয় সড়ক । প্রায় লক্ষ লোকের উপর নানান পেশার মানুষ বর্তমানে এই শহরে বাস করে। দিন পরিবর্তনের সাথে সাথে এই শহরের লোক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে চার চাকার মোটর গাড়ির সংখ্যা থেকে দুই চাকার গাড়ি।

road | newsfront.co
নিজস্ব চিত্র

তার উপর টোটো, অটো থেকে রিক্সা তো রয়েছেই। এছাড়াও এই জাতীয় সড়ক দিয়ে সারাদিন অসংখ্য গাড়ি চলাচলের পাশাপাশি সীমান্ত শহর হিলি দিয়ে বাংলাদেশে এক্সপোর্টে চলাচলকারী প্রচুর লোডেড পন্যবাহী ট্রাক গুলি ও চলাচল করে । অথচ লাইফ লাইন এই ৫১২ জাতীয় সড়ক নির্ভর গঙ্গারামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলিতে নেই কোন ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা । এই আধুনিক প্রযুক্তির যুগে আজও জাতীয় সড়কে ট্রাফিক সামলাতে পথে নামতে হয় পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের।

bike | newsfront.co
নিজস্ব চিত্র

ফলে জাতীয় সড়কে যানজট হামেশাই লেগেই থাকে শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলিতে। যার ফলে জাতীয় সড়কে পথচারি থেকে মোটর যান চলাচলকারীদের চরম দুর্ভোগ আর হয়রানীর মধ্যে পড়তে হয়। বিশেষ করে অফিস টাইমে যাতায়াতের সময়। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেদিকে লক্ষ্য রেখেই জাতীয় সড়কে যানজট মুক্ত রাখতে পুলিশ প্রশাসনের তরফ থেকে গুরুত্বপূর্ণ মোড় গুলিতে বেশ কয়েক বছর আগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছিল।

আরও পড়ুনঃ চাকা ফেটে উল্টে গেল নিয়ন্ত্রণহীন মুসম্বি বোঝাই ট্রাক,আহত ২

কিন্তু কয়েক দিন চলার পর তা রক্ষণাবেক্ষণের অভাবে অকজো হয়ে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায়। এরপর একদিন দেখা গেল খোদ রাস্তার মোড় গুলি থেকে আস্ত ট্রাফিক সিগন্যালের পোস্ট গুলি উধাও হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে গঙ্গারামপুর শহরের উপর দিয়ে চলে যাওয়া ৫১২ নম্বর জাতীয় সড়ককে যানজট মুক্ত রাখতে আধুনিক প্রযুক্তিযুক্ত স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং বসানো হোক।পাশাপাশি তা যাতে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে পড়ে না থাকে সেদিকেও যেন প্রশাসন নজর দেয়।

আরও পড়ুনঃ হাথরাস কাণ্ডের প্রতিবাদে কালো পতাকা হাতে বালুরঘাটে ধিক্কার মিছিল যুব তৃণমূলের

যদিও জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন জেলার ৫১২ নম্বর জাতীয় সড়কের বুনিয়াদপুরে ব্যস্ততম তিন রাস্তার মোড়ে খারাপ হয়ে পড়ে থাকা স্বয়ংক্রিয় সিগন্যালিং সাড়ানোর কাজ চলছে। সেই কাজ শেষ হলেই গঙ্গারামপুরের জাতীয় সড়কের ব্যস্ততম রাস্তার মোড়ের স্বয়ংক্রিয় সিগন্যালিং বসানোর কাজ পুনরায় শুরু করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here