পীরবাবার উৎসব ঘিরে উদ্দীপনায় ভুবননগর গ্রাম

0
102

সিমা পুরকাইত,দক্ষিন২৪ পরগনাঃ

Perbabar festival at bhubannagar gram
নিজস্ব চিত্র

পীরবাবার উৎসব উপলক্ষ্য ধাপাসবল খেলার আয়জন করল দক্ষিন সুন্দরবনের আশ্রম ক্রীড়া সমন্বয় ও জনকল্যাণ সমিতি।পাঁচদিন ব্যাপী উৎসবে নানান প্রতিযোগী খেলায় অংশ গ্রহন করেন।গ্রামের প্রবীন নবীনেরা ধাপাসবল,ভলিবল,হাডুডু রয়েছে উৎসব ঘিরে।রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব মুখর ভুবননগর গ্রাম আত্মীয় সমাগমে ভরে ওঠে।

Perbabar festival at bhubannagar gram
নিজস্ব চিত্র
Perbabar festival at bhubannagar gram
নিজস্ব চিত্র

কাকদ্বীপ ব্লকের ঋষিবঙ্কিম গ্রাম পঞ্চায়েতের ভুবননগর গ্রাম।প্রায় চার হাজার মানুষের বাস গ্রামে।খেটে খাওয়া মানুষের গ্রাম্য বড় উৎসব বলতে প্রায় দু’শো পঞ্চাশ বছরের পুরানো পীরবাবার উৎসব।কথিত আছে একটা সময় হেতাল গড়ান গেঁওয়া আর হিংস্র জন্তুভরা জঙ্গল ছিল ভুবননগর গ্রাম।

আরও পড়ুনঃ নবদ্বীপে মহাপ্রভুর ৫৩৪ তম জন্মতিথি উৎসব পালন

Perbabar festival at bhubannagar gram
নিজস্ব চিত্র
Perbabar festival at bhubannagar gram
নির্মল সাহু,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

গ্রামের একদিকে বয়ে যেত ঘৃতবতী নদী।জঙ্গল পরিস্কার করে বসতগড়তে শুরু করেন গ্রামবাসী।একটা সময় অভাবের অমঙ্গল ছায়া গ্রাস করেছিল সমগ্র গ্রামকে। গ্রামের কোন মাঙ্গলিক কাজ হলে বিঘ্নিত হত।সেই সময় অমঙ্গলের ভয়ে গ্রাম ছেড়ে পালাতে বসেছিলেন অনেকে। সেসময় অলৌকিক ভাবে দেখেন ভুবননগর গ্রামে ঘৃতবতীর নদীর তটে তিনটি পাথর।

Perbabar festival at bhubannagar gram
মহিম দাস,স্থানীয় পঞ্চায়েত সদস্য।নিজস্ব চিত্র

সেই পাথর তুলে গ্রামের প্রবীন নবীনরা সমাধিস্ত করে মন্দির স্থাপন করেন।পরে পূজিত হন পীর বাবারুপে।সেই থেকে চলে আসছে পীরবাবার মন্দিরে পূজার্চনা।ভক্তদের ভক্তি আর বিশ্বাসে যাগযজ্ঞ করে দীর্ঘবছর ধরে পাঁচদিন ব্যাপী উৎসব করছেন ভুবননগর গ্রামবাসী।

উৎসব ঘিরে ষোল দলের নক আউট ধাপাসবল খেলার আয়জন করে আশ্রম ক্রীড়া সমন্বয় ও জনকল্যান সমিতি।যেখানে মেদিনীপুর, দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন এলাকার প্রতিভাবনরা খেলতে আসেন উৎসবের ধাপাসবল খেলায়।ষোল দলের নকআউট খেলায় প্রথম পুরস্কার ৮০০১টাকা সঙ্গে সাড়ে তিন ফুট ট্রফি। রানার পাবে ৬০০১ টাকা সঙ্গে আড়াই ফুট ট্রফি।

এছাড়া রয়েছিল ম্যান অফ দা ম্যাচ,ম্যান অফ দা সিরিজ, সেরা গোলদাতাদের পুরস্কার। খেলা ঘিরে ভীড় জমান গ্রামের মহিলারা।প্রবীন নবীনদের উদ্যোগে গ্রাম্য পীরবাবা উৎসব উপলক্ষ্য মুখর হয়ে ওঠে দক্ষিন সুন্দরবনের ভুবননগর গ্রাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here