ব্যক্তিগত ফোন নম্বর সোস্যাল মিডিয়ায় ফাঁস করার অভিযোগে তৃণমূলকে টুইটারে ‘টিএমছিঃ’ বলে উল্লেখ বাবুলের

0
215

সুদীপ পাল,বর্ধমানঃ

the personal contacts leak on social media
ছবিঃটুইটার

রাজ্যে যুযুধান দুই পক্ষ পদ্মফুল এবং ঘাসফুল। একদিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে পোস্টকার্ডে ‘জয় শ্রীরাম’ লেখা থাকবে এবং সেই পোস্টকার্ড নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর বাড়ি।

the personal contacts leak on social media
টুইটারে পোস্ট করা স্ক্রিনশট।ছবিঃ টুইটার

এই নিয়ে যখন উত্তাল রাজ্য ঠিক সেইসময় সোশ্যাল মিডিয়ায় আসানসোল কেন্দ্রের জয়ী প্রার্থী বাবুল সুপ্রিয় অভিযোগ করলেন তাঁর ব্যক্তিগত ফোন নম্বর ইন্টারনেটে লিক করে সেই নম্বরে ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ লিখে মেসেজ পাঠাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

the personal contacts leak on social media
টুইটারে পোস্ট করা স্ক্রিনশট।ছবিঃ টুইটার

এই অভিযোগে টুইটারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসিকে ‘টিএমছিঃ’ বলে কটাক্ষ করে বাবুল মন্তব্য করেন,এই ধরনের আক্রমণের জন্য তিনি প্রস্তুত তাও জানান।এই টুইটার পোস্টটিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন।

আরও পড়ুনঃ ফোনালাপ ঘিরে বিবাদে বাবুল জিতেন্দ্রর

বাবুলের এই মন্তব্য ঘিরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন।যেমন একজন লিখেছেন, একবার ‘রাম’ বললে কাউকে ডাকা হয়। দুবার ‘রাম’ অর্থাৎ রাম রাম বললে কাউকে অভিবাদন জানানো হয়। যখন তিনবার ‘রাম’ বলা হয় তখন ঘৃণা প্রদর্শন করা হয়। একাধিকবার রাম বললে সেটি জপ হয়। কিন্তু রাজ্যের পরিস্থিতি যে এই শব্দ বলা নিষেধ।অন্য একজন নেটিজেন লিখেছেন,এই ধরনের খেলা বন্ধ হয়ে প্রকৃত উন্নতির দিকে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here