মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের। আর তাঁদের উপর নজর রাখার জন্য ব্যবহার করা হচ্ছিল সরকারি অ্যাপ। এরপরই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। ওই সরকারি অ্যাপ থেকে ফাঁস হয়ে গেল কয়েক হাজার নাগরিকের ব্যক্তিগত তথ্য।
মধ্যপ্রদেশ সরকারের ওই অ্যাপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এক ফরাসি কম্পিউটার প্রোগ্রামার টুইট করে অ্যাপের কর্মকান্ড জানানোর পরে বাধ্য হয়ে রবিবার ওই অ্যাপটি বন্ধ করে দেয় মধ্যপ্রদেশ প্রশাসন। তাতেও রক্ষা হয়নি, কারণ ততক্ষণে ফাঁস হয়ে গিয়েছে অধিকাংশ নাগরিকের ব্যক্তিগত তথ্য।
সূত্রের খবর, ডেটাবেসে কোয়ারেন্টাইনে থাকা নাগরিকদের নাম, তাঁদের সাম্প্রতিক ঠিকানা ও অবস্থান, এমনকি তাঁদের মোবাইল ফোনের ব্র্যান্ড ও মডেল নম্বরও ফাঁস হয়ে গিয়েছে ওই অ্যাপ ব্যবহারকারীদের। এই সমস্ত তথ্য ছাড়াও কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সম্পর্কে যাবতীয় তথ্য মধ্যপ্রদেশ সরকারের ওয়েবসাইটে ডাউনলোডও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ কেন্দ্রের রাজনীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সরব মমতা
অ্যাপটি রবিবার বিকেলে বন্ধ করার আগে পর্যন্ত কমপক্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার নাগরিকের ব্যক্তিগত তথ্য সরকারের দখলে চলে গিয়েছে। ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে মধ্যপ্রদেশ সরকারের প্রোমোশন অফ ইনফর্মেশন টেকনোলজি দফতরের সিইও নন্দ কুমারম জানিয়েছেন, ডেটাবেসে জমা পড়া নাম ও তথ্য আদৌ সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়ক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল এক নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে, কোনোভাবেই কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করা যাবে না। কেন্দ্রের এহেন নির্দেশ থাকা স্বত্ত্বেও ফাঁস হল কোয়ারেন্টাইনে থাকা নাগরিকদের ব্যক্তিগত তথ্য। এই ঘটনায় উঠছে প্রশ্নও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584