তিন মাসের নোটিশেই যেতে পারে চাকরি, নির্দেশিকা কেন্দ্রের

0
357

ওয়েব ডেস্ক নিউজ ফ্রন্ট:

ছবি: সংগৃহীত ও প্রতিকী

দু’বছর আগের তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারি  বিভিন্ন দপ্তরে এমনিতেই ৭ লক্ষ শূন্য পদ রয়েছে। এর উপর কর্মচারীর সংখ্যা কমাতে ‘আগাম অবসর’ চালুর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।  ৫০ থেকে ৫৫ বছর বয়সি কর্মচারী যারা ৩০ বছর চাকরি জীবন অতিবাহিত করেছেন, ৩ মাসের নোটিশ অথবা ৩ মাসের বেতন দিয়ে তাঁদের চাকরি থেকে সরিয়ে দিতে পারে সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ বছর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে থাকা কর্মী বর্গ ও প্রশিক্ষণ দপ্তর শুক্রবার এক নির্দেশিকায় জানায় যে জনস্বার্থে যেকোনো কর্মচারীকে অবসরের নির্ধারিত বয়সের আগেই চাকরি থেকে বসিয়ে দিতে পারে  সরকার। সরকারি কাজে গতি নিয়ে আসতে কর্মচারীদের দক্ষতাকে মানদণ্ড হিসেবে ধরা হবে।

ইতিমধ্যেই ৫০ কিংবা ৫৫ বছরের বেশি বয়সী কর্মচারী যারা ৩০ বছরের বেশি চাকরি জীবন অতিবাহিত করেছেন তাদের তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।বিরোধীদের অভিযোগ এই নির্দেশিকাকে হাতিয়ার করে সরকার অপছন্দের কর্মচারীদের চাকরি খাওয়ার রাস্তা পরিষ্কার করল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here