নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশে করোনা সংক্রমণের পর থেকেই ফোনের কলার টিউনে করোনা সম্পর্কিত সতর্কতা দেওয়ার নিয়ম শুরু হয়েছে। সেই সতর্কবার্তাগুলির মধ্যে একটি সতর্কবার্তায় শোনা যায় অমিতাভ বচ্চনের ‘ব্যারিটোন ভয়েস’। এবার কলার টিউন থেকে তা সরানোর জন্যই দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।
অনেকেই অভিযোগ করতেন, এই দীর্ঘ বার্তার কারণে অনেক জরুরি ফোন করার সময় অকারণ হয়রানি বাড়ছে গ্রাহকদের। সেই কারণে গ্রাহকদের কলার টিউনটি মাঝপথে বন্ধ করার একটি অপশন দেয় ট্রাই। তারপরেও অবশ্য করোনা সতর্কবার্তা সব ফোনেই চলছিল।
আরও পড়ুনঃ কিষাণ প্যারেডের আগে পঁচিশ হাজার ট্রাক্টর নিয়ে দিল্লি সীমান্তে মহড়া
রাকেশ নামে এক সমাজকর্মী এই মামলাটি দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন কোভিড জয়ী একা অমিতাভ বচ্চন নন। তাঁর মতো আরও বহু কোভিড জয়ী আছেন যাঁরা দেশে প্যান্ডেমিকের সময় বিভিন্ন সংকটে বিভিন্ন ভাবে সমাজের কাজে এসেছেন তাহলে তাঁদের বাদ দিয়ে কেন অমিতাভ? সর্বোপরি, অমিতাভ বচ্চন এই কাজের জন্য টাকাও পাচ্ছেন কাজেই কোনোভাবেই তিনি একমাত্র উপযুক্ত ব্যক্তি হতে পারেন না করোনা সতর্কতা প্রচারে।
দিল্লি হাইকোর্ট এই পিটিশনের ভিত্তিতে এখনও কোনো নোটিশ ইস্যু করেনি বলেই জানা গিয়েছে। পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী ১৮ জানুয়ারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584