পঞ্চমীতে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, অস্বস্তিতে জনসাধারণ

0
109

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক : দ্বিতীয়া থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে বাঙালির। আর এর মধ্যেই পেট্রোল ডিজেলের লাগাতার দামবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। রবিবার শহরে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন পেট্রোলের দাম বাড়ল ২৮ পয়সা। আর ডিজেলের দাম ৩৫ পয়সা বৃদ্ধি পেল। এইমুহূর্তে কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪ টাকা ৮০ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৫ টাকা ৯৩ পয়সা। লাগাতার জ্বালানীর দাম বৃদ্ধির জেরে পুজোর সময় গাড়ি নিয়ে ঘোরার পরিকল্পনা আছে এমন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

কেন্দ্র সরকারের কাছে বার বার দাম কমানোর আর্জি জানিয়েছেন মধ্যবিত্তরা। কিন্তু তা সত্ত্বেও তেলে উৎপাদন শুল্ক কমায়নি মোদী সরকার। এদিকে, গ্যাসের ভর্তুকিও প্রায় উধাও। এভাবে চলতে থাকলে পুজো মরশুমে ম্লান হয়ে যাবে সাধারণ মানুষের আনন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here