জ্বালানিতে কৃষি সেস, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির দাবি ওড়াল কেন্দ্র

0
67

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

nirmala sitharaman | newsfront.co
ফাইল চিত্র

রাজকোষে ঘাটতি কমাতে ডিজেলে লিটার পিছু ৪ টাকা কৃষি সেস এবং পেট্রোলে লিটার পিছু ২.৫ টাকা কৃষি সেস ধার্য করা হয়েছে, যা থেকে আয় বাড়বে সরকারের। অর্থাৎ এর ফলে দাম বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের। এছাড়া সয়াবিন ও সূর্যমুখী তেলে ২০ শতাংশ কৃষি সেস, এছাড়া সোনার উপরও বসছে ২.৫ শতাংশ কৃষি সেস, সেস বসছে তুলোর উপরেও।

যদিও সেস বসলেও দাম বাড়বে না পেট্রোপণ্যের এমটাই বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর দাবি, সেস চাপালেও জ্বালানির দাম বাড়বে না৷ কারণ বাজেটে পেট্রোল- ডিজেলের উপরে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি৷

আরও পড়ুনঃ বিজেপির লক্ষ্য ২১! নির্মলার বাজেট বাংলামুখী

এই সেস চাপানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী৷ যদিও তাঁর আশ্বাস, ‘এই সেস চাপালেও সাধারণ মানুষের উপরে যাতে অতিরিক্ত বোঝা না চাপে, সেটা আমরা খেয়াল রাখছি৷’ এদিকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম।

কোষাগারের ঘাটতি মেটাতে পেট্রোল-ডিজেলের উপরে কর চাপানোই সরকারের কাছে আয় বৃদ্ধির সহজ পথ, এমনটাই মত অর্থনৈতিক মহলের। এমনিতে পেট্রোল ও ডিজেল এখন প্রায় ৮৮-৯০ টাকার আশেপাশে আনাগোনা করছে। এর পর সেস বসালে পেট্রোল ডিজেল এর দাম ছোঁবে প্রায় একশো টাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here