ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
আজ নিয়ে টানা আট দিন দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। দীর্ঘ ৮২ দিন বন্ধ থাকার পর, রবিবার থেকে ফের জ্বালানি তেলের মূল্য ঘোষণা করতে শুরু করে কেন্দ্রীয় সরকার। তারপর থেকে রোজই বেড়ে চলেছে তেলের দাম।
Petrol and diesel prices at Rs 75.78/litre (increase by Rs 0.62) & Rs 74.03/litre ((increase by Rs 0.64), respectively in Delhi.
— ANI (@ANI) June 14, 2020
রবিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৫৮ পয়সা, আর ডিজেলের দাম ৫৭ পয়সা বেড়ে প্রতি লিটারে ৬৯.৮০ টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে দিল্লিতে দিল্লিতে পেট্রোলের দাম ৬২ পয়সা বেড়ে প্রতি লিটারে ৭৫.৭৮ টাকায় দাঁড়িয়েছে। একইসঙ্গে ডিজেলের দাম ৬৪ পয়সা বেড়ে ৭৪.৩ টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন:ইতিহাসে প্রথমবার তেলের দাম শূন্যের নিচে
কেন্দ্র সরকারের দাবি আন্তর্জাতিক বাজারে তেলের দর ওঠানামার ওপর নির্ভর করে দেশীয় বাজারে তেলের দাম । কিন্তু লকডাউনের মাঝে তেলের দাম যখন আন্তর্জাতিক বাজারে অত্যন্ত কমে গিয়েছিল তখন দেশের মানুষ সেই সুবিধা পায়নি। এই নিয়ে কংগ্রেস নেতা কপিল সিব্বল গতকাল কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলে অভিযোগ আনেন যে বিশ্ববাজারে তেলের দাম কমার সুবিধা দেশের মানুষকে দিচ্ছে না কেন্দ্র সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584